Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করবিবরণী জমা দেওয়ার সময় বাড়ল একদিন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আগামী ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিসব। ওইদিন করবিবরণী জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ৩০ নভেম্বর শনিবার ছুটির দিন হওয়ায় একদিন করবিবরণী জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্র জানিয়েছে, ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা কর অঞ্চলগুলোতে পাঠিয়েছে এনিবআর। ফলে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত করবিবরণী জমা দিতে পারবেন করদাতারা।

এনবিআর বলছে, ৩০ নভেম্বর (শনিবার) ছুটির দিন হওয়ায় পরদিন ১ ডিসেম্বর রবিবার করবিবরণী জমা নেওয়া হবে। নিয়ম অনুযায়ী আগামী ১ ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। তবে, উপ কর-কমিশনারের কাছে সময় বাড়ানোর আবেদন করাসহ জরিমানা দিয়ে রিটার্ন জমা দেওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ