Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুর মেডিক্যাল কলেজের সাবেক প্রিন্সিপাল কারাগারে

৪ কোটি টাকা আত্মসাতসহ যন্ত্রপাতি কেনায় অনিয়ম

রংপুর থেকে স্টাফ রিপোর্টার ঃ | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

টাকা আত্মসাৎসহ যন্ত্রপাতি কেনায় হিসেবে গরমিলের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) সাবেক প্রিন্সিপাল ডা. নূর ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার তার জামিন শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। দুপুরে রংপুর জেলা ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক বেগম রাশেদা সুলতানার আদালতে জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন।

বিষয়টি নিয়ে দুদকের আইনজীবী পিপি হারুন-উর রশীদ সাংবাদিকদের জানান, রংপুর মেডিকেল কলেজে যন্ত্রপাতি কেনাকাটায় টাকা আত্মসাৎ ও বিভিন্ন হিসাবের গড়মিলের অভিযোগে কলেজের প্রিন্সিপাল ডা. নূর ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা । গত ১২ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরে দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফেরদৌস রহমান এ মামলাটি দায়ের করেন ।

দুদকের এ মামলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা. নূর ইসলামসহ ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক কোম্পানির মালিক জাহের উদ্দিন সরকার, বেঙ্গল সায়েন্টিফিকের মালিকের বাবা আব্দুস সাত্তার, ছেলে আহসান হাবিব, ভগ্নিপতি আসাদুর রহমান ও রংপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়াত হোসেনকে আসামি করা হয়েছে। আসামিরা গত বছরের ২১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে দুর্নীতির আশ্রয়ে যন্ত্রপাতি ক্রয়সহ বিভিন্ন হিসেবে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও মামলার এজাহারে তুলে ধরা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ