Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দৈনিক ইনকিলাবে গত ২৩ নভেম্বর প্রকাশিত সংখ্যার ১২-এর পৃষ্ঠায় ‘ফের রাস্তাদখল’ শিরোনামে প্রকাশিত সংবাদকে ভুল ও বিভ্রান্তিকর আখ্যায়িত করে এর প্রতিবাদ করেছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খান। সংবাদের প্রতিবাদে গতকাল সমিতির সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় মোঃ রুস্তম আলী মিয়া উল্লেখ করেন যে, মরহুম আনিসুল হকের প্রচেষ্টায় ও তাদের সার্বিক সহযোগিতায় সাতরাস্তা থেকে রেলগেইট সংযোগ সড়কটি উদ্ধারে তারা সফল হন এবং জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করা হয়। তিনি আরো বলেন, টার্মিনাল সার্ভিস চার্জ ব্যতীত রাস্তায় কোন চাঁদাবাজী করা হয় না। জরুরি সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আমির হোসেন নান্নু, খবির উদ্দিন আহম্মেদ, শহীদুল্লাহ পাটওয়ারী, যুগ্ম সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদার, বাবু ,মার্কুজ গমেজ, সহ-সাধারণ সম্পাদক হাসানুল কবির হাসান, কুতুবুদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খানসহ অন্য নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ