Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃণমূলই আ. লীগের শক্তি

পঞ্চগড়ে রেলমন্ত্রী সুজন

পঞ্চগড় জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

তৃণমূলের জনগণই আওয়ামী লীগের শক্তি। এই শক্তিকে দুর্বল করে দিতে পারি না। তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে এই সম্মেলন। ক্ষমতায় থাকলে অনেকে দলে ভিড়ে যায়। তখন দলের নিবেদিত প্রাণ কর্মীরা অসহায় হয়ে পড়ে।
গতকাল মঙ্গলবার দুপুরে বোদা মহিলা কলেজ মাঠে আয়োজিত বোদা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথিরি বক্তব্যে এসব কথা বলেনরেলমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি।

তিনি বলেন, সবাই নেতা হতে চায়, কেউ কর্মী হতে চায় না। দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রহরীর মত কাজ করতে হবে। নেতাকর্মীদেরকে মানুষের সেবা ও কল্যাণের জন্য কাজ করতে হবে। পদ কোন পদবী নয়, এটা হলো দায়িত্ব। অনেকে পদবী পেতে আগ্রহী কিন্তু পদের দায়িত্ব নিতে আগ্রহী নয়। বঙ্গবন্ধুর কর্মী দাবি করলে দায়িত্বও আসবে। আমরা অনেক সময় দায়িত্বটা অনুভব করি না। তিনি দেশ, সমাজ, প্রতিবেশি ও সাধারণ মানুষের বিপদে আপদে কাছে থেকে সহযোগিতার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। শুরতেই শোক প্রস্তাব উত্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান। নিহতের স্মরণে এক মিনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলী, আবু তোয়াবুর রহমান বক্তব্য দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ