পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমানকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিনের আবেদন জানালে গতকাল সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের ডিভিশন বেঞ্চ আবেদন নাকচ করে দিয়ে উপরোক্ত আদেশ দেন।
এফআর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় তাকে আসামি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাইকোর্টে সাইদুর রহমানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
মামলার অন্য আসামিরা হলেন- রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী সাইদুর রহমান, ইজারাগ্রহীতা সৈয়দ হোসাইন ইমাম ফারুক, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, রাউজকের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন খাদেম এবং রাজউকের তৎকালীন অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।