Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর চিন্তা ভারতকে নিয়ে আলোচনা সভায় সেলিমা রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

প্রধানমন্ত্রীর চিন্তা এবং মানবিকতা সবকিছুই ভারতকে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার বহির্বিশ্বের কাছে মাথা নত করে চলছে। তিস্তা নদীর পানির জন্য উত্তরবঙ্গ হাহাকার করছে। সেখানকার চাষাবাদ বন্ধ হয়ে গেছে, জীববৈচিত্র বিপর্যস্ত অথচ তা নিয়ে প্রধানমন্ত্রীর কোন চিন্তা নাই। তার চিন্তা ভারতকে নিয়ে। তারা খাবার পানি পাচ্ছেন না এজন্য তিনি মানবতার খাতিরে ফেনী নদীর পানি দিয়ে এসেছেন ভারতকে। সে পানি দেয়ার কারণে এদেশের জনগণের কী অবস্থা হবে, সেটার দিকে তার নজর নেই। আসলে জনগণের ওপর সরকার এক ধরনের প্রতিশোধ নিচ্ছে। গতকাল (সোমবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রী শুধু দিতেই জানেন, নিতে জানেন না। তিস্তার জন্য উত্তরবঙ্গ হাহাকার হয়ে গেছে। এটার জন্য প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নেই। তার ভূমিকা পার্শ্ববর্তী দেশ ভারতকে কীভাবে খুশি করবে সে বিষয়ে। তিনি মানবতার খাতিরে ফেনী নদীর পানি দিয়ে চলে এসেছেন। সে পানি দেয়ার কারণে এদেশের জনগণের কি অবস্থা হবে, সেটার দিকে তার নজর নেই।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আজকে বিপন্ন। ১৯৭১ থেকে ৭৫-এর যে ছবি আমরা দেখেছি, আজকেও আমরা তাই দেখছি। গণতন্ত্রকে হত্যা করে বাকশালের কায়দায় দুঃশাসন চলছে। আজকের সরকারের মুখের একমাত্র বুলি হলো উন্নয়ন।

আইন বিভাগ সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় বেগম খালেদা জিয়ার জামিন হচ্ছে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা জানি কেন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে, কেন তার জামিন হচ্ছে না। তার জামিন না হওয়ার প্রধান কারণ দেশে আইনের শাসন নেই। আইন বিভাগ সম্পূর্ণভাবে চলছে সরকারের অধীনে। আর বর্তমান সরকার বাংলাদেশকে যে অন্য দেশের তাবেদার বানাতে চায় বেগম খালেদা জিয়া বাইরে থাকলে সেটি সম্ভব হবে না এজন্যও তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে।

ভারতকে সব কিছু দিয়েও সেখানে প্রধানমন্ত্রী যথাযথ সম্মান পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহŸায়ক শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আজকে এবং গতকালের গণমাধ্যমগুলো যদি দেখেন, দেখবেন আমরা যাকে প্রধানমন্ত্রী হিসেবে চিনি, যিনি প্রধানমন্ত্রীর দাবিদার, তিনি ভারতকে সবকিছু দিয়ে দিয়েছেন। কিন্তু ভারত তাকে যথাযথ সম্মান করছে না। গতবার যখন তিনি (প্রধানমন্ত্রী) ভারতে যান, তখন ভারতের এক মহিলা যিনি প্রথম এমপি হয়েছেন, সম্ভবত উপ-মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীকে রিসিভ করছেন। আমি জানি না, এটা সরকার, প্রধানমন্ত্রীর কাছে কতটুকু লজ্জার। কিন্তু দেশের মানুষের জন্য এটি একটি বড় লজ্জার বিষয়।

শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যখন বিদেশে যান বিশেষ করে ভারতে গিয়ে ধাক্কা খাচ্ছেন, লাথি খাচ্ছেন, একবারও তো একটা কথা বলছেন না। ভারতকে আমরা কী দেইনি, পানি খাওয়ার নাম করে ফেনী নদীর পানি দিয়ে দিয়েছি। জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ