পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নদী ভাঙন, পানিবদ্ধতা, বন্যা ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার লক্ষ্যে ছোট-বড় নদী, নালা, খাল, ডোবা ড্রেজিং করা হচ্ছে। সারাদেশের দুইটি সিটি কর্পোরেশন ৩৭৫টি উপজেলার ৮৮টি ছোট নদী ৩৫২টি খাল এবং ডোবা ৮টি ড্রেজিং করা হবে। এ সব নদী ডোবা নালা খালের ৪ হাজার ৮৭ কিলোমিটার ড্রেজিং মহাপরিকল্পনা করা হয়েছে। এ প্রকল্পে এক হাজার তিনশত কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন হলে দেশের নদ-নদীর পানি ধারণ ক্ষমতা, নাব্যতা এবং পানি নিঙ্কাশনের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং নদীতে পানির প্রকোপ ও নদী ভাঙনের ঝুঁকি হ্রাস পাবে বলে পানি সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের চিফ মনিটরিং কাজী তোফায়েল হোসেন ইনকিলাবকে বলেন, শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য পানি ধরে রাখা, নাব্যতা বৃদ্ধি এবং বন্যার প্রকোপ হ্রাস করা জন্য এটা বড় প্রকল্প। এটি বাস্তবায়ন হলে ৫ লাখ ২০ হাজার হেক্টর এলাকার পানিবদ্ধতা, বন্যা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিপর্যয় হতে নিরাপত্তা নিশ্চিত হবে। ১ লাখ ৩০ হাজার হেক্টর জমি সে সুবিধাধার আওতায় আসবে। এর কারণে প্রতিবছরে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারাদেশের দুইটি সিটি কর্পোরেশন ৩৭৫টি উপজেলার ৮৮টি ছোট নদী ৩৫২টি খাল এবং ডোবা ৮টি ড্রেজিং করার কাজ শুরু হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলেন ১ লাখ ৩০ হাজার হেক্টর জমি সে সুবিধার আওতায় আসবে। এর কারণে প্রতিবছরে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। এ দিকে পাবনা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়ীয়া, খুলনা, সাতক্ষীরা জেলায় নদী খনন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ইনকিলাবকে বলেন, পানি সম্পদের সমন্বিত টেকসই উন্নয়ণের লক্ষ্যে ডেল্টা প্ল্যান-২০২১ বাস্তবায়ন করা হচ্ছে। বিগত ১০ বছরে ১ হাজার ৩৬৭ কিলোমিটার নদী পুন:খনন কাজ বাস্তবায়ন করা হয়েছে। এবার আমরা এক হাজার তিনশত কোটি টাকা ব্যয় সারাদেশের দুইটি সিটি কর্পোরেশন ৩৭৫টি উপজেলার ৮৮টি ছোট নদী ৩৫২টি খাল এবং ৮টি ডোবানালা ৪ হাজার ৮৭ কিলোমিটার ড্রেজিং কাজ করছি। ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন হলে দেশের নদ-নদীর পানি ধারণ ক্ষমতা, নাব্যতা এবং পানি নিঙ্কাশনের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং নদীর প্রকোপ ও নদী ভাঙনের ঝুঁকি হ্রাস পাবে।
দেশের পানি সম্পদের সমন্বিত টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেল্টা প্লান-২১০০ সাথে সামঞ্জস্য রেখে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের স্বার্থে সারাদেশে সাতটি বেসিনে বিভক্ত করে বেসিন ভিক্তিক সমীক্ষা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে তিস্তা বেসিনের সমীক্ষা শেষ করা হয়েছে। কর্ণফুলী বেসিন ও সাঙ্গু-মাতামুহুরী নদী বেসিন সমীক্ষার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা বেসিন সমীক্ষাধীন রয়েছে। মেঘনা, সুরমা ও কুশিয়ারা নদীর বেশিনের সমীক্ষার জন্য একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। পানিবদ্ধতা, বন্যা ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে নিরাপত্তা রক্ষায় সারাদেশের দুইটি সিটি কপোরেশন ৩৭৫টি উপজেলার ৮৮টি ছোট নদী ৩৫২টি খাল এবং ৮টি ডোবানালা ৪ হাজার ৮৭ কিলোমিটার ডেজিং কাজ চলছে। ডোবা-নালা ও জীববৈচিত্র্য সংরক্ষিত হবে। শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য পানি ধরে রাখা, নাব্যতা বৃদ্ধি এবং বন্যার প্রকোপ হ্রাস। এছাড়া প্রকল্পে পানি নিঙ্কাশন ব্যবস্থা বাস্তবায়ন হলে ৫ লাখ ২০ হাজার হেক্টর এলাকার পানিবদ্ধতা, বন্যা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিপর্যয় হতে নিরাপত্তা নিশ্চিত হবে। ১ লাখ ৩০ হাজার হেক্টর জমি সে সুবিধার আওতায় আসবে। এর কারণে প্রতিবছরে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। ১ হাজার ৮০০ কিলোমিটার নৌ-চলাচলের সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। আগামীতে আরো ৫ হাজার ৫০০টি ছোট নদী ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন হলে দেশের নদ-নদীর পানি ধারণ ক্ষমতা, নাব্যতা এবং পানি নিঙ্কাশনের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং নদীর প্রকোপ ও নদী ভাঙনের ঝুঁকি হ্রাস পাবে। দিকে ডেল্টা প্লান্টভুক্ত ২য় প্রকল্প বাঙালি-করতোয়া-ফুলজোগ-হুরাসাগর নদী সিস্টেমের ডেজিং কাজে দ্রুত শুরু হবে।
ড্রেজিং সমক্ষতা বৃদ্ধি করছে পানি উন্নয়ন বোর্ড। দেশের নদ-নদী ড্রেজিং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ১০টি ড্রেজার এবং ১৩টি এক্সকাভেটর ক্রয় করা হয়। ক্যাটিটা ড্রেজিং এর মাধ্যমে টেকসই নদী ব্যবস্থাপনার জন্য আরো ৩৫টি ড্রেজার ক্রয়ের জন্য নতুন একটি প্রকল্প নিয়েছে সরকার।
এছাড়া নদ-নদীগুলোর ড্রেজিং করে নব্যতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রধিকার ভিত্তিক নদীগুলোর নব্যতা ও ধরাণক্ষমতা পুনরুদ্ধারে দেশের গুরুত্বপূর্ণ ২৪টি নদ-নদী ড্রেজিং বিষয়ে সমীক্ষা সম্পাদিত হয়েছে। যা প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে পাউবো-বিআইডবিøওটিএ এবং এলজিইডি সমম্বিতভাবে ভরাট হয়ে যাওয়া নদ-নদীগুলোর ড্রেজিং করার জন্য মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে। বাংলাদেশ একমাত্র শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-তে ও পানি সম্পদ খাত এবং পানি সম্পদ খাতের উপর নির্ভরশীল অন্যান্য খাতের টেকসই উন্নয়নের জন্য দেশের নদ-নদী খাল-বিল পুন:খননের কার্যাক্রম অন্তভুক্ত করা হয়েছে।
বাস্তবায়নাধীন নদী ড্রেজিং পুন: খনন চলমান সেগুলো হচ্ছে: খুলনার আঠারোবাকি নদী, ব্রাহ্মণবাড়িয়ার জেলার তিতাস নদী, পাবনা জেলার বাদাই নদী, ফরিদপুরে কুমার ও মরাকুমার নদী, যশোর জেলার ভৈরব নদী, কক্সবাজার জেলার বাঁকখালী নদী, নরসিংদী জেলার আড়িয়াল খাঁ, হাড়িদোয়া, পাহাড়িয়া, পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা শাখা নদী, জামালপুরের যমুনা নদী, নাটোরের আত্রাই নদী, চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা নদী, রাজবাড়ীর জেলার পদ্ম নদী, শরীয়তপুরে জেলার পদ্মা নদী, কুষ্টিয়া জেলার গড়াই নদী, কুড়িগ্রামের বুড়িতিস্তা নদী, কিশোরগঞ্জ জেলার কালনী ও ধরেশ্বরী নদী, সাতক্ষীরার কপোতাক্ষ নদ, নড়াইল ও খুলনা জেলার চিত্রাই নদী, যশোরের বুড়িভাদ্রা নদী, সিরাজগঞ্জের যমুনা এবং গোপালগঞ্জের কুমার নদসহ ৬৪ জেলা ছোট নদী, খাল ও ডোবা পুন:খননেরর কাজ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।