পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চাঁপাইনবাবগঞ্জে জেএমবি নেতা রহুল আমিন ওরফে সালমান হত্যা মামলায় তিন জেএমবি সদস্যকে মৃত্যুদ- ও চারজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন দ-প্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। নিহত জেএমবি নেতা ঢাকার ধানমন্ডি এলাকার আসগর আলীর ছেলে।
মৃত্যুদ-প্রাপ্তরা হলো, জেলার নাচোল উপজেলার চানপাড়া গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. সানোয়ার হোসেন (৩৭), গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম রাজারামপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৯) ও একই এলাকার বালুগ্রাম দক্ষিণটোলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুস শুকুর ওরফে শুকুর (৩৯) এবং যাবজ্জীবন কারাদ- প্রাপ্তরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোগলা গোপালনগর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শামসুল হক (৩৩), নওগাঁ জেলার মান্দা উপজেলার শিবনগর গ্রামের ইয়াসিন আলীর ছেলে আব্দুল মোতাকব্বির ওরফে সনি (৩৩), গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৯) ও একই এলাকার নিমতলা ঘন্টুটোলা গ্রামের মো. মাহতাবের ছেলে মো. শামীম (৩৫)।
এবং যাবজ্জীবন কারাদ- প্রাপ্তরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোগলা গোপালনগর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শামসুল হক (৩৩), নওগাঁ জেলার মান্দা উপজেলার শিবনগর গ্রামের ইয়াসিন আলীর ছেলে আব্দুল মোতাকব্বির ওরফে সনি (৩৩), গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৯) ও একই এলাকার নিমতলা ঘন্টুটোলা গ্রামের মো. মাহতাবের ছেলে মো. শামীম (৩৫)। রায় ঘোষণার সময় ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদ-প্রাপ্ত সানোয়ার পলাতক রয়েছেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বলেন, জেএমবির অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্বের জেরে ২০১২ সালের ২৬ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে সালমানকে হত্যা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।