পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর খিলক্ষেতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক মারা েেগছে। তার নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। গত রোববার রাত ২টার দিকে পিংক সিটির ব্রিজের উত্তর পাশে লেক পাড়ে স্বদেশ প্রপার্টিজ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে মাদক মামলাসহ ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, রোববার গভীর রাতে স্বদেশ প্রপার্টিজ এলাকায় কিছু মাদক ব্যবসায়ী জটলা করেছে খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়। তারা সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা গুলি করে। র্যাবও তখন পাল্টা গুলি চালায়। একজন গুলিবিদ্ধ হলে অন্যরা তখন পালিয়ে যায়। গুলিবিদ্ধ মিন্টুকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শটগান, ১০টি কার্তুজ ও বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে ওই কর্মকর্তা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।