Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষ জনশক্তি তৈরি করবে এডিবি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে নারী ও পুরুষের উপযুক্ত কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল সোমবার বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন। এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাক্ষর করেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ২০১৪-২০২৪ পর্যন্ত ১০ বছর মেয়াদে ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন করছে।
এ কর্মসূচির জন্য এশীয় উন্নয়ন ব্যাংক তিন কিস্তিতে মোট ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করছে। এর আগে প্রথম কিস্তিতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে। চুক্তি অনুযায়ী বাকি ১৫০ মিলিয়ন মার্কিন ডলারও প্রদান করবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ