Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হলি আর্টিজানের রায় ঘিরে নাশকতার তথ্য নেই’

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার তথ্য নেই। ২৭ নভেম্বর বুধবার আদালত হলি আর্টিজানে হামলা মামলার রায় ঘোষণা করবেন। তবে ভয়াবহ জঙ্গি হামলা মামলার রায় ঘিরে ঢাকাসহ সারাদেশে পুলিশ নজরদারি শুরু করেছে। রায় উপলক্ষে কোনো জঙ্গি গোষ্ঠী যাতে হামলার চেষ্টা বা বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য সচেষ্ট রয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে যে ৫ জন হামলায় অংশগ্রহণ করেছিল তারা নিহত হয়েছে। পাশাপাশি তাদের যারা নেতা ছিলেন তাদের মধ্যে অনেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছে। এখন যে ৮ জন আসামি এই মামলায় গ্রেফতার রয়েছে তাদের ছাড়িয়ে নিতে কোনো ধরনের নাশকতা যেন না ঘটাতে পারে সেই লক্ষ্যে আমাদের গোয়েন্দা টিম কাজ করছে।
তিনি বলেন, তবে জঙ্গিদের ছোট ছোট সেলগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছে। সেগুলোর ওপর আমাদের নজরদারি রয়েছে। জেএমবি সদস্যদের মধ্যে বিস্ফোরক বানাতে পারে এখনো এমন সদস্য সক্রিয় আছে। তাদের ধরার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যদিও এ মুহূর্তে নব্য জেএমবি ও পুরনো জেএমবি অথবা আনসার আল ইসলাম কারোরই হামলা চালানোর মতো শক্তি-সামর্থ্য নেই। সবার কার্যক্রম নজরদারিতে রাখা হয়েছে। কিছুদিন আগে রাজধানীর ৫টি স্থানে পুলিশের ওপর হামলা চালিয়েছিল। পুলিশ তাদেরও খুঁজে বের করেছে। তারা মূলত নব্য জেএমবির একটি সেল ছিল। ওই একই সেলই ৫ জায়গায় হামলা চালিয়েছিল। তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ফলে আর কেউ খুব কাছাকাছি সময়ে হামলা করবে এরকম কোনো তথ্য নেই সিটিটিসির কাছে।
রায় নিয়ে সিটিটিসির প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, এ মামলাটির তদন্ত অনেক জটিল ছিল। কারণ যে ৫ জন হামলায় অংশগ্রহণ করেছিল তারা সবাই ঘটনাস্থলে নিহত হয়েছে। আমরা চেষ্টা করেছি গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে তথ্য এবং ঘটনাস্থলে আলামত সংগ্রহ করে বিভিন্ন বিচার বিশ্লেষণ করে একটি নির্ভুল অভিযোগপত্র দিতে। আমরা আশাবাদী প্রত্যাশা অনুযায়ী রায় পাব।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারী জঙ্গিরা। ওই রাতেই তারা দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে জাপান, আর্জেন্টিনা, ইতালি ও ভারতের নাগরিক ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ