Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুর আ.লীগের সম্মেলন আজ

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রংপুরে আওয়ামী লীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ। বহুল প্রতীক্ষিত এই সম্মেলন ঘিরে সম্মেলন ঘিরে উজ্জ্বীবিত হয়ে পড়েছেন দলের নেতাকর্মীরা। আর তাই পুরো নগর জুড়ে শোভা পাচ্ছে ফেস্টুন, ব্যানার আর বিলবোর্ড। দীর্ঘ তের বছর পর রংপুর জেলা আওয়ামী লীগের এবং দীর্ঘ নয় বছর পর মহানগর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে।
সম্মেলন সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হবে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে গতকাল সোমবার সম্মেলনস্থল তৈরিসহ সকল আয়োজন প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন দলের নেতাকর্মীরা। কে হচ্ছেন নতুন সভাপতি, সাধারণ সম্পাদক। একই দিনে জেলা ও মহানগরের সম্মেলনকে ঘিরে দুই মেরুতেই একই চিন্তা চেপে বসেছে সবার মাথায়। নেতৃত্বের জায়গা পেতে জেলা ও মহানগরের অন্তত দেড় ডজনেরও বেশি নেতা তৎপরতা চালাচ্ছেন। তাদের দাবি প্রতিহিংসা নয়, সুষ্ঠু প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে আসবে যোগ্য নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে সর্বশেষ সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এরপর ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে রংপুর টাউন হলে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হলেও সভায় আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে সম্মেলন পন্ড হয়ে যায়। এরপর আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন চলার পর ২০০৯ সালে ঢাকা থেকে ৭১ সদস্যবিশিষ্ট একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেয়া হয়। ইতোমধ্যে সম্মেলনকে কেন্দ্র করে গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের জোরেশোরে প্রস্তুতি চলছে। দলের নেতা-কর্মীদের মাঝে উচ্ছাস ও উদ্দীপনা বিরাজ করছে।
আগামীকাল সকাল ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠে সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিএম মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেয়ার কথা রয়েছে। এরপর দুপুরে টাউন হলে জেলার প্রায় সাড়ে তিনশ কাউন্সিলরের ভোট কিংবা মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ