Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্ন : বেশ কিছুদিন হলো বিবাহ করেছি, তারা তিন বোন, সে ছোট। প্রথমদিন শ্বশুরবাড়ি গিয়েই দেখি স্ত্রীর বড় দুলাভাই শালীদের জড়িয়ে ধরে ও চুমু খায়। আমার শাশুড়িও বলেছে বড় জামাই শালীদের বোনের মত দেখে, এটা স্বাভাবিক। আমার স্ত্রী ও দুলাভাইরা একে অপরকে ইয়ার্কি করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ইমো, ম্যাসেঞ্জারে কে কি করছে সে ছবি দেয়, গালিগালাজ করে। যা আমার কাছে দৃষ্টিকটু লাগে। এসব ব্যাপারে স্ত্রীকে বলায় আমাকে ছোট মনমানসিকতার বলা হয়েছে। এসম্পর্কে বিধান কি?

নাম প্রকাশে অনিচ্ছুক
ই-মেইল থেকে

প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ৯:৫৩ পিএম

উত্তর : আপনি যে বর্ণনা দিয়েছেন, আমাদের সমাজে ভাই বোনেরা পরস্পরে কি এমন করে? বোনেরা আপন ভাইয়ের সাথে যতটুকু খোলামেলা, ভাইয়ের মতো বা বোনের মতো দেখলেও অন্যরা এমন খোলামেলা আচরণ করতে পারে না। ইসলামে ভাইয়ের মতো বা বোনের মতো এমন কোনো অপশন নেই। স্ত্রীর ছোট বোনদের সাথে যথা সময় পর্দা করা ফরজ। যারা করে না তাদের সাথে একমত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি আপনার স্ত্রীকে শরীয়ত অনুযায়ী চলার জন্য বলেন। আশা করি তারা বুঝবেন। আপনাকে সংকীর্ণমনা বা অন্য যাই বলা হোক পাত্তা দেবেন না। কারণ, সবার ওপর আল্লাহর হুকুম। এর ব্যত্যয় করলে অবশ্যই ক্ষতি হবে। পরকালে তো কঠিন শাস্তি আছেই। 

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।

ইসলামিক প্রশ্নোত্তর বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা
[email protected]



 

Show all comments
  • হানিফ আহমেদ ২৬ নভেম্বর, ২০১৯, ৮:২৫ এএম says : 3
    আসসালামু আলাইকুম মুহতারাম,আমি একজন প্রবাসী,আমার প্রশ্ন হলোঃ-আমার বিবাহের মাঝে সমাজে প্রচলিক কালচার যেমন,নাচ,গান,গায়ে হলুদ,উচ্চ দেনমোহর নিয়ে পরিবারের সবাই আমার মতের থেকে আলাদা।অর্থাৎ তারা বলছে এগুলা বিয়েতে থাকবে,আমি বলছি না,তবে দেনমোহর আমার সামর্থ্য অনুযায়ী আদায় করবো।এখন আমি কি সিদ্ধান্ত নেবো।যদি পরিবার তাদের সিদ্ধান্তে অটল থাকে। ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • Dilal Ahmed ৩০ এপ্রিল, ২০২১, ১:০৮ এএম says : 0
    আমি সপ্নে দেখলাম আমার ভড় বোন আমাদের বাড়িতে আসতেছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরের একটা বাজার থেকে আমাকে ফোন দিয়ে বলতে ছেন আমি এসেছি জাউয়াবাজার কিন্তু এসে নৌকা পাচ্চি না তুই এসে আমাকে নিয়ে জা আমি অনেক খুজে একজন লুক নিয়ে বের হলাম কিছুটা পত যাবার পর খুব জর ব্রিস্টি শুরু হল আর তার ফোনে যোগাযোগ করতে পারিনাই ফোন দিলে কথা বুজা জায় না জনাব আমার এই সপ্নের ইসলামিক ব্যখ্যা চাই জনাব লেখায় বুল কমার দ্রিস্টিতে দেখবেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ