Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লাহই জানেন ফলে কী মেশানো হচ্ছে

হাইকোর্টের মন্তব্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ফলে কি ধরনের রাসায়নিক মেশানো হচ্ছে আল্লাহই জানেন। এসব ফল খেয়ে মানুষের কিডনি-লিভার নষ্ট হয়ে যাচ্ছে। এসব রোধে ভ্রাম্যমাণ আদালত যে জরিমানা করছে সেটি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কে.এম.কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত আরো বলেন, বাজারে কোনো কলা নেই যা কার্বাইড ছাড়া পাওয়া যায়। বাজারে গেলে আমরা পাই, আপনারা পান না কেন? খাদ্য রাসায়নিক মেশানো অসৎ ব্যবসায়ীদের ভাবা উচিত তাদেরও পরিবারের কেউ না কেউ ভুক্তভোগী হতে পারে। এসব মন্তব্যের পর দোকানে সাজিয়ে রাখা ফলে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক শনাক্ত করতে বন্দরে ‘কেমিক্যাল টেস্টিং ইউনিট’ বসানোর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ব্যাখ্যা দিতে বলেন আদালত। সেই সঙ্গে ফলে কী কী রাসায়নিক থাকে তা ৫ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা করে জানাতে বলা হয়েছে।

গতকাল আদালতে রিট পিটিশনারের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। বিএসটিআই’র পক্ষে ছিলেন ব্যারিস্টার সরকার এম আর হাসান (মামুন)। এর আগে গত ২৩ জুন মৌসুমী ফলে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ হয় কি না, তা পরীক্ষা করে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বিএসটিআইসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট বিএসটিআই জানায়, তারা ফলে কোনো রাসায়নিক পায়নি। পরে আদালত এ বিষয়ে শুনানিতে রাসায়নিকের পরীক্ষার জন্য দেশের বন্দরগুলোতে ‘কেমিকেল টেস্টিং ইউনিট’ স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন আদালত। এর আগে ফলে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগরোধে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ’র (এইচআরপিবি) করা একটি রিটের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি আদালত রায় দেন। সেই সাথে এ রিট মামলাটি চলমান রাখা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ