Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইমিং কমপ্লেক্স পেলেন পুলিশ সদস্যরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশ সদস্যদের ফিটনেসের জন্য সাতার অত্যন্ত ভালো ব্যায়াম। সাতার এমন একটি ব্যায়াম যা শরীরের সকল অংশ সচল করে। এটি মন এবং শরীর দুটোই চাঙ্গা রাখে। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তরায় এপিবিএন সদরদফতরে নবনির্মিত বাংলাদেশ পুলিশ সুইমিং কমপ্লেক্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এপিবিএনের অতিরিক্ত আইজিপি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপি, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের একটি সুইমিং পুলের অভাব দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। আধুনিক এ সুইমিং কমপ্লেক্স নির্মাণের মধ্য দিয়ে আজ সে অভাব পূরণ হলো। পুলিশ এবং তাদের পরিবারের সদস্যদের সাতার শেখার জন্য নবনির্মিত সুইমিং কমপ্লেক্সটি অনন্য সুযোগ সৃষ্টি করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ