Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পতাকা বৈঠকে সাড়া দেয়নি বিএসএফ

বাঘা সীমান্তে অপহৃত দুই বাংলাদেশি

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

রাজশাহীর বাঘায় মীরগঞ্জ সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে গত শনিবার বিএসএফ দুই বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পতাকা বৈঠকে সাড়া দেয়নি ভারতের বিএসএফ। রোববার বেলা ২টায় বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়।

শনিবার ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে ওই দেশের বিএসএফ দুই বাংলাদেশি নাগরিক আটকের পর ভারতের সাগরপাড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানান রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবু তালেব। তিনি জানান, বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে বসার সন্মতি দিয়েছিল তারা। বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করেও তাদের কোন সাড়া মেলেনি। বিজিবি সূত্রে জানা যায়, মীরগঞ্জ সীমান্ত এলাকায় কাশবনের ঘাস কাটতে গেলে দুই বাংলাদেশি নাগরিককে গত শনিবার দুপুরে তাদের আটক করে ভারতের সীমান্ত এলাকার বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে ভারতের জলংগি থানায় মামলা দায়ের করা হয়। আটক দু’জন হলো- রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের তছির উদ্দিনের ছেলে এরাজুল ইসলাম (৫০), একই গ্রামের মৃত মিনু মন্ডলের ছেলে সুমন আলী (৩৫)। এ সময় পালিয়ে আসে শাজাহান আলীসহ আরো ৪/৫জন। পালিয়ে আসারা জানান, কাশবনে ঘাস কাটার সময় ভারতের বিএসএফ পেছন থেকে এসে দু’জনকে আটক করে। এ সময় তারা কৌশলে পালিয়ে আসে।

সুবেদার আবু তালেব বলেন, তাদের আটকের পর রাত ১০ টা পর্যন্ত অফিসিয়ালি বিজিবিকে কিছুই জানায়নি বিএসএফ। পরে তাদের পরিবারের সদস্যরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন। পরে বিজিবি গোয়েন্দা মারফত জানতে পারেন তাদেরকে ভারতের জলঙ্গি থানায় সোপর্দ করা হয়েছে। বিএসএফের উচিত ছিলো আমাদেরকে জানানোর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ