Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান টাউনস্কেপ জুরিস পুরস্কার পেল রাজউক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 রাজধানীর পূর্বাচল শহর প্রকল্পের জন্য ২০১৯ সালে এশিয়ান টাউনস্কেপ জুরিস পুরস্কার লাভ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বর্তমানে ওই প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। গতকাল বোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, নারায়ণ চন্দ্র চন্দ, মো. জিল্লুল হাকিম, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান ও ফরিদা খানম এবং সংশ্লিষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, রাজধানীর পূর্বাচল শহর প্রকল্পের ৩১৯ কিলোমিটার রাস্তার মধ্যে ২২০ কিলোমিটারের নির্মাণকাজ শেষ হয়েছে। প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। এছাড়া ৬০টি ব্রিজের মধ্যে ৩৬টি ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি ২৪টি ব্রিজের নির্মাণকাজ চলছে। লেক উন্নয়নের জন্য ১৩ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে। আাগামী ডিসেম্বরের মধ্যে বাকি কাজ শেষ হবে।
কমিটির বৈঠকে চট্টগ্রামে ডিসি হিল র্পাকের সংস্কার, কক্সবাজার সমুদ্র সৈকতে কিটকট গুলো পর্যটকদের বিনামূল্যে ব্যবহার নিশ্চিতকরণ এবং কক্সবাজারের সব হোটেল মোটেল ও গেস্ট হাউজ গুলো এসটিপির আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুুপারিশ করা হয়। বিশে^র সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে আগত পর্যটকদের বিনামূল্যে কিটকটগুলো (মানুষের সমুদ্র উপভোগ করার জন্য ছাতার নিচে বসানো চেয়ার) ব্যবহারের সুযোগ রাখতে সুপারিশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিশে^র অন্যান দেশের সৈকতে এসব কিটকটগুলো পর্যটকরা কোন অর্থছাড়াই বসতে ও ব্যবহার করতে পারে। অথচ আমাদের ্এখানে এসব কিটকটগুলো ঘন্টা চুক্তিতে ভাড়া প্রদান করে থাকে, যার অর্থ ব্যক্তি বিশেষের পকেটে যায়। এতে সরকারের কোন রাজস্বও আহরণ হয় না। তাই এগুলো ফ্রি রাখার সুপারিশ করা হয়েছে। বৈঠকে গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্রাবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন কর্তৃপক্ষ স্থ্াপত্য অধিদপ্তর ও হাউস বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট এর চলমান প্রকল্পগুলোরহর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক চট্টগ্রামের শাহআমানত বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গৃহীত প্রকল্পের কাজ দ্রত গতিতে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ