Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সরকারি চাকরি এবং পাবলিক পরীক্ষায় দেশের জেলা-উপজেলায় স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র স্থাপনের কেন নির্দেশ দেয়া হবে না-এই মর্মে রুল নিশি জারি করেছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চে রুল জারি করেন। রিটকারী সুপ্রিমকোর্ট বারের এডভোকেট মো. জাকির হোসেন।
রিটে তিনি বলেন, পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রি ও বিভিন্ন পরীক্ষায় দেশের জেলা-উপজেলা সদরে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। কারণ পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রিসহ বিভিন্ন পাবলিক ও নিয়োগ পরীক্ষার কারণে প্রায় বছরজুড়ে জেলা-উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক রকম বন্ধ থাকে বা ক্লাস হয় না। শিক্ষার্থীরা এতে ক্ষতির মুখে পড়ছে। পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠানের অনেক অর্থ ব্যয় হচ্ছে।
এছাড়া যেসব প্রার্থী কিংবা শিক্ষার্থী পরীক্ষাগুলোতে অংশ নেন তাদেরও অনেক অর্থ ব্যয় এবং হয়রানি হয়। রিটকারীর পক্ষে শুনানি করেন এডভোকেট সরদার জাকির হোসেন। সরকারপক্ষে শুনানি করেন সহকারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ