Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবলীগের হারানো ভাবমর্যাদা ফেরাতে কাজ করবে নতুন কমিটি

সাংবাদিকদের শেখ পরশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

যুবলীগের হারানো ভাবমূর্তি ফেরাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুব সমাজকে রাজনীতিমুখী করার পাশাপাশি যুবসমাজের উন্নয়নে সততার সাথে কাজ করতে চান বলেও জানান তিনি। গতকাল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হাসান নিখিল। সদ্য সাবেক সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতা-কর্মীরা যোগ দেন তাদের সঙ্গে। প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগ নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা সাংবাদিকদের বলেন যুবলীগ চেয়ারম্যান। তিনি জানান, যুবলীগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবে নতুন কমিটি।

সরকারের চালানো শুদ্ধি অভিযানে যুবলীগ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়ে তিনি বলেন, এমন একটা যুবলীগ উপহার দেওয়া- যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ দ্বারা সংগঠিত। এরকমই একটা যুবলীগ আমরা উপহার দিতে চাই। জননেত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স-এটাতে যুবলীগ সব ধরনের সমর্থন দেবে। এ ব্যাপারে কাজ করবে।

যুব সমাজকে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, মাদকাসক্তদের বিষয়ে কোনো রকম ছাড় দেবে না সংগঠন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। গত শুক্রবার যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনে সংগঠনটির নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হোসেন খান নিখিল।

এ সময় যুবলীগ সদ্য সাবেক সাধারণ সম্পাদক, ৭ম জাতীয় কংগ্রেস প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ হারুনুর রশীদ, যুবলীগ সদ্য সাবেক প্রেসিডিয়াম সদস্য এডভোকেট বেলাল হোসাইন, আনোয়ারুল ইসলাম, সদ্য সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, সুব্রত পাল, মঞ্জুর আলম শাহীন, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসীম পাভেল, ঢাকা মহানগর উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। ধানমন্ডি থেকে যুবলীগের নতুন চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক যান বনানী কবরস্থানে। সেখানে ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ