পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শীত এসেছে। এবার অগ্রহায়ণ এর প্রথম দিকেই আগমনী বার্তা নিয়ে এলো শীত। কুয়াশাচ্ছন্ন সকালে ঘর ছেড়ে বাইরে এসেছেন অনেকেই। তাই এ সময়টায় কুমিল্লার উপভোগ করলেন শীতের আমেজ। গাছের পাতায়, ঘাসের ডগায় ও সোনালি ধানের শীষে জমেছে শিশির কতা।
সরেজমিনে চান্দিনা উপজেলায় দেখা যায়, গত শনিবার রাত ১০টার পর থেকে শুরু হয় ঘন কুয়াশা। একটু একটু করে কুয়াশা জড়িয়ে ধরছে প্রকৃতিকে। গতকাল রোববার সকালেও দেখা গেছে সেটি। এতে হালকা শীতের অনুভ‚তি জাগিয়ে দিয়েছে মানবজাতিসহ সকল প্রাণীকে।
জেলার উপর দিয়ে যাত্তয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় কুয়াশার কারণে দ্রুতগামী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এ ছাড়াও ভোর ৫টার দিকে জেলা শহর ও গ্রামের কাচা-পাকা রাস্তাগুলোতে বিভিন্ন বয়সের অনেক যুবক-যুবতি, বৃদ্ধ ও শিশু বাচ্চাদের দল বেঁধে হাটতে দেখা গেছে।
হঠাৎ করে ভোর ৫টার সময় রাস্তাগুলো দিয়ে হাটার বিষয়ে জানতে চাইলে অনেকে দৈনিক ইনকিলাবকে বলেন, সকালটা আমাদের কাছে ঈদের দিনটির মত আনন্দিত লাগছে। এর কারণ হচ্ছে, গত বছরগুলোতে এই এলাকায় ভাদ্র-আশ্বিন মাসে শীত এবং কুয়াশা পড়ত। বর্তমান সময়ে মানুষ লেপ-কাঁথা ছাড়া থাকতে পারত না। অথচ এ বছর আমরা এখন পর্যন্ত ফ্যান চালিয়ে ঘুমাই। তারা আরও বলেন, গতকাল রাতে এই প্রথম কুয়াশা পড়েছে। তাই শীত ও ঠান্ডা হওয়া উপভোগ করতে সবাই রাস্তায় বেরিয়ে এসেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।