Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বিদ্যুতের অনাপত্তি ছাড়া ক্যাপটিভে গ্যাস নয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

শিল্পের জন্য নিজস্ব উদ্যোগে তৈরি ক্যাপটিভ (শিল্পকারখানার নিজস্ব ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ) বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে বিদ্যুৎ বিভাগের অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহ করতে হবে শিল্প গ্রাহকদের। স¤প্রতি জ্বালানি বিভাগের জারি করা এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের নীতি ভোগান্তি বাড়াবে। সরকার যেখানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারছে না, সেখানে ক্যাপটিভ ছাড়া বিকল্প চিন্তা করতে পারছেন না তারা। জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্র বসে থাকায় সরকার চাইছে গ্রিডের বিদ্যুতে শিল্প চলুক। তাই এ ক্ষেত্রে কিছুটা কঠোরতা সৃষ্টি করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, এতে সার্বিক চিত্র ভালো হবে বলেই আশা করা হচ্ছে। যেখানে গ্রিডের বিদ্যুতের প্রাপ্যতা সহজ হবে, সেখানে ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে নিরুৎসাহিত করা হচ্ছে।

বর্তমানে দেশে ক্যাপটিভ বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ৩ হাজার মেগাওয়াট। এই বিদ্যুৎ উৎপাদনে পেট্রোবাংলা জ্বালানি সরবরাহ করে। এই বিদ্যুৎ দিয়েই বেশির ভাগ শিল্পকারখানা এখন চালানো হয়। অন্যদিকে দেশে গ্রিড সংযুক্ত ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বসে রয়েছে। সরকার এই বিদ্যুৎ শিল্প মালিকদের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছে।
স¤প্রতি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (ইপিআরসি)-এর চেয়ারম্যানকে প্রধান করে শিল্পগ্রাহকদের গ্যাস সমস্যা সমাধানে একটি কমিটি করা হয়েছে। এই কমিটির শিল্পগ্রাহকদের সমস্যা সমাধানে সুপারিশ দেয়ার কথা রয়েছে।

স¤প্রতি শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বর্তমান অবস্থা পর্যালোচনা বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে গ্যাস সরবরাহের জন্য আবেদনের আগে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কোম্পানি হতে এনওসি নেয়ার জন্য গত ১৯ আগস্ট আদেশ জারি করা হয়। তবে রফতানি, কর্মসংস্থান ও জাতীয় আয়ে ভ‚মিকার কারণে টেক্সটাইল ও গার্মেন্টস এই আদেশের বাইরে থাকবে।
ইপিআরসির চেয়ারম্যান সুবীর কিশোর চৌধুরী ইনকিলাবকে বলেন, আমরা ইতিবাচকভাবে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। আমাদের এখন চাহিদা আছে, তার চেয়ে বিদ্যুৎ উৎপাদন অনেক বেশি। যেখানে যে শিল্প স্থাপন করুক আমরা বিদ্যুৎ দিতে সক্ষম। বিদ্যুৎ বিভাগের সংযোগ দেয়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই। ক্যাপটিভ বিদ্যুতের ক্ষেত্রে যেমন শিল্প মালিকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পায়, আমাদেরও সেই ধরনের বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেয়া হচ্ছে। ব্যবসায়ীরা গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন চায়। সরকারও চায় তাদের নিরবচ্ছিন্ন গ্যাস দিতে।

বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান ইনকিলাবকে বলেন, আগে বিদ্যুৎ সরবরাহের উন্নতি করতে হবে। শিল্প মালিকরা চায় নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ। নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ না দিয়ে যদি শিল্প মালিকদের ক্যাপটিভের ক্ষেত্রে নতুন করে কোনো শর্ত দেয়া ঠিক হবে না। বর্তমানে যে বিদ্যুৎ ব্যবস্থা, তাতে শিল্পে এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া যাচ্ছে না। তবে বিদ্যুৎ বিভাগ চেষ্টা করে যাচ্ছে। স¤প্রতি বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে বলে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত সেটির পুরো বাস্তবায়ন করা হয়নি। ফলে এখনই শিল্প গ্রাহকদের গ্রিড থেকে বিদ্যুৎ নিতে বলার সময় হয়নি।

বিদ্যুৎ বিভাগের এক যুগ্মসচিব বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে। কিন্তু শিল্প মালিকরা নিজস্ব ক্যাপটিভ দিয়ে নিজেদের প্রয়োজন মেটাচ্ছে। এর ফলে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না। মাসের পর মাস বসে থাকছে বিদ্যুৎকেন্দ্র। ফলে বসে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোয় সচল করে শিল্পে বিদ্যুৎ দিতে চায় সরকার। এ জন্য ক্যাপটিভের ওপর নিয়ন্ত্রণ জরুরি। তবে এক্ষেত্রে ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়। এই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সঞ্চালন ও বিতরণে বিদ্যুৎ বিভাগ বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে শিল্পগ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ দেয়া যাবে। এ কারণে এখন থেকে গ্রিডের বিদ্যুৎ ব্যবহারে আগ্রহ তৈরি করা এবং ক্যাপটিভে নিয়ন্ত্রণ জরুরি।

শিল্পে গ্যাস সংযোগ সহজ করতে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি বাতিল করে। বিতরণ কোম্পানির বোর্ডের হাতেই শিল্প সংযোগের বিষয়টি ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু আবার অনাপত্তিপত্র আনতে গেলে এক নতুন হয়রানির আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ