Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উড়ে এসে কেউ জাপায় জুড়ে বসতে পারবে না

বনানী অফিসে জি এম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তারা চায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে দেশের দায়িত্ব নিক। কারণ, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। এজন্যই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টিকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। গতকাল জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় এ কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, যারা নির্বাচন করবে এখন থেকেই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করতে হবে। জয়ী হতে দলকে আরো সুসংহত করতে হবে। ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে চলাই রাজনীতি। জাতীয় পার্টিতে ত্যাগী, মেধাবী ও আদর্শবান নেতাদের মূল্যায়ন করা হবে। কেউ উড়ে এসে জুড়ে বসতে পারবে না। তিনি বলেন, যারা জাতীয় পার্টি ছেড়ে গেছে, তারা ভুল করেছে। তারা আবারো জাতীয় পার্টিতে ফিরে আসতে চাইলে, আমরা তাদের গ্রহণ করব।

বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সচিব ও প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়ার পারচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নাসরিন জাহান রতনা এমপি, জেলা প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, অ্যাড. এ কে এম মর্তুজা আবেদীন, সেকেন্দার আলী মুকুল, রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কেফায়েত উল্লাহ নজির, মোয়াজ্জিম হোসেন আজিম গোলজার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ