Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাটে গোপালগঞ্জ সীমান্তবর্তী আলীম উদ্দিন মার্কেটে এক ভয়াবহ অগ্নিকা-ে কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের পয়সারহাট ব্রিজের পশ্চিম প্রান্তের ওই মার্কেটে অগ্নিকা-ে ৮টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের গৌরনদী, কোটালীপাড়া ও গোপালগঞ্জের ৩টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় বরিশাল-গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল প্রায় ৩ ঘণ্টা বন্ধ ছিল। ফলে রাতের আঁধারে কয়েক হাজার যাত্রী নিয়ে বিপুল সংখ্যক যানবাহন পয়াসারহাট সেতুর দুই প্রান্তে আটকে ছিল।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার রাত পৌঁনে ১০টার দিকে আলীম উদ্দিন মার্কেটের ঢাকা ডেন্টাল ক্লিনিকের নিচে এলপিজি গ্যাসের গোডাউনে রাখা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বিকট শব্দে আগুনের লেলিহান শিখা ৩০/৩৫ ফুট উচ্চতায় উঠে চারদিকে ছড়িয়ে পড়ে। হঠাৎ বিস্ফোরণের শব্দ ও সাথে আগুনের লেলিহান শিখা দেখে মার্কেটের ব্যবসায়ী-ক্রেতা, সাধারণ পথচারী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগৈলঝাড়াতে কোন ফায়ার স্টেশন না থাকায় ১৭ কিলোমিটার দূরে গৌরনদীতে খবর দেয়া হয়। সেখান থেকে দমকল ইউনিট এসে পৌঁছার আগেই পার্শ্ববর্তী কোটালীপাড়া দমকল ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একইসাথে গোপালগঞ্জ সদর ফায়ার স্টেশনেও খবর দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ