Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অগ্নিসচেতনতায় মেয়র নাছিরের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 নগরীতে অগ্নি সচেতনতা ও প্রতিরোধে প্রচারপত্র বিলি করলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ উপলক্ষে গতকাল শুক্রবার সার্কিট হাউস প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন মেয়র। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, আগুন লাগার মূলকারণ অসাবধানতা। এরসঙ্গে যোগ হয় অজ্ঞতা। তিনি অগ্নিকা-ের সতর্কতা হিসেবে বসতবাড়ি, অফিস, ব্যবসায় প্রতিষ্ঠান, কারখানা অগ্নি প্রতিরোধ ব্যবস্থা, রান্নার পর চুলা নিভিয়ে ফেলা, খোলা বাতির ব্যবহার পরিহার, বাসার বৈদ্যুতিক সংযোগুলো মাসে অন্তত একবার করে পরীক্ষা করা জরুরি। রাসায়নিক ও জ্বালানি পদার্থ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।
এতে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পুলক খাস্তগীর, অনিন্দ দেব, সংগঠনের সভাপতি সমন্যু চত্রবর্তী বক্তব্য রাখেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ