Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরযাত্রীবাহী মাইক্রোবাসে বাসের ধাক্কায় নিহত ৯

বিভিন্ন স্থানে ৪ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আ. রশিদ বেপারী (৭০)। পুত্র রুবেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে মুন্সীগঞ্জ থেকে সপরিবারে ঢাকার কামরাঙ্গীরচরে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা ২ টায় ষোলঘর পৌঁছলে তাদের বহনকারী মাইক্রোবাস এর সঙ্গে বিপরীত দিক হতে আসা স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেপারীসহ ছয়জনের মৃত্যু হয়। পরে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে পথে মারা যান আরও দুজন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যান একজন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আরো ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। তারা সবাই মাইক্রোর যাত্রী। নিহতদের মধ্যে নারী-শিশুসহ একই পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বর রুবেলের বাবা আ. রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪) ভাগনী তাবাসসুম (৬) ও অপর ভাগনী রেনু (১২), ভাবি রুনা (২৫) ও ভাতিজা তাহসান (৫) একই পরিবারের সদস্য। বাকি তিনজন হলেন মাইক্রোবাস চালক বিল্লাল (২৮), যাত্রী কেরামত বেপারী (৭১), মফিজুল মোল্লা (৬০)। এ ঘটনায় অপর আহত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় বর রুবেল পেছনের গাড়িতে থাকায় তিনি অক্ষত রয়েছেন। শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম জানান, নিহত সবার বাড়ি লৌহজং কনকসার গ্রামে। তারা সবাই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার কামরাঙ্গীরচরে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা থেকে মাওয়ামুখী স্বাধীন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৮১৯৪) একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৫-৫৫৬৬) মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। মাইক্রোবাসটি মুন্সীগঞ্জ থেকে ঢাকার কামরাঙ্গীরচরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। পথে ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় বাসের সঙ্গে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে শ্রীনগর স্বাস্ব্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে পথে মারা যান আরও দুজন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যান একজন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকে পড়া নিহত ও আহতদের উদ্ধার করে।
এদিকে এ ঘটনায় গতকাল সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহিনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, ট্রাফিক ইন্সপেক্টর (হাইওয়ে), স্থানীয় চেয়ারম্যান, শ্রীনগর সার্কেল এসপি।
সিরাজদিখান : সকাল সাড়ে ৮টায় ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় বাসের চাপায় মিলন শেখ(২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হন এবং অপর আরোহী ক্য়োইন ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. কবিরহোসেন(২৭) গুরুতর আহত হয়েছেন। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাসেত জানান, ঢাকাগামী বসুমতি পরিবহনের একটি যাত্রী বাহী বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি জব্দ করা হয়েছে।
সীতাকুন্ড : সীতাকুন্ডের বাড়বকুন্ড ও ভাটিয়ারী এলাকায় পৃথক দুটি দূর্ঘটনায় এক ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চট্টগ্রাম মুখি ভ্যান উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের এসকেএম জুট মিল্স এলাকা অতিক্রম করছিল। এসময় একটি অজ্ঞাত দ্রæতগামী বাস ভ্যানটির পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান চালক আবুল কালাম(৩৫)নিহত হন। নিহত ব্যাক্তি একই ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের ামোঃ জাহাঙ্গীর আলমের পুত্র।
নেছারাবাদ(পিরোজপুর) : পিরোজপুরের নেছারাবাদে খুলনা ব- ১২১৫,‘জিনাত ক্লাসিক’ নামে যাত্রীবাহী বাস চাপায় রিপন হাওলাদার নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বিকেল পাঁচটার দিকে স্বরূপকাঠি পিরোজপুর সড়কের ঘনমান রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হওয়া ওই ব্যক্তি উপজেলার দক্ষিণ জলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। খবর পেয়ে পুলিশ ওই ঘাতক বাসটি আটক করতে পারলেও গাড়ীর চালক পালিয়ে যায়।
জানাযায়, ওই মটর সাইকেল আরোহী শিক্ষক রিপন রাস্তা দিয়ে স্বরূপকাঠি পিরোজপুর সড়কের কামারকাঠির দিকে যাচ্ছিল। এমন সময় জিনাত ক্লাসিক নামের ওই বাসটি পিছন দিয়ে দ্রæত বেগে এসে পড়ে। এসময় মটরসাইকেল চালক রিপন তাকে সাইড দেওয়ার কোন জায়গা না পেয়ে উল্টে পড়ে যায়। সাথে সাথে ওই ঘাতক বাসটি তার মাথার বাম পাশের উপর দিয়ে গাড়িটি চালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভোলা : ভোলার তজুমদ্দিন উপজেলায় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় মো. জাকির হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শফিক (৩৫) নামে আরও এক শ্রমিক আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সকালে উপজেলার মুচিবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন ভোলা সদরের জামিরা লতা এলাকার আব্দুল লতিফের ছেলে। আহত শফিক একই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির ও শফিক তজুমদ্দিন উপজেলার একটি নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করার জন্য ভোলা থেকে সকালে রওনা হন। তারা মোটরসাইকেল যোগে তজুমদ্দিন উপজেলার মুচিবাড়ি এলাকার কাছে আসলে বিপরীত দিক থেকে আসা ফায়ার সার্ভিসের গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেনের মৃত্যু হয়। আহত অবস্থায় শফিককে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ