পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রোহিঙ্গাদের বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সাথে নির্বাচন কমিশনের (ইসি) ‘উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত বলে জানিয়েছেন ইসির অফিস সহায়ক নাজিম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম খায়রুল আমিনের কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য জানান তিনি।
চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক নাজিম উদ্দিনকে গ্রেফতারের পর মঙ্গলবার চারদিনের রিমান্ডে আনা হয়। রিমান্ডের দুইদিন শেষ হতেই তিনি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে রাজি হন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়–য়া। তিনি বলেন, জবানবন্দিতে নাজিম নিজের দোষ স্বীকার করেছেন। পাশাপাশি এই জালিয়াতির সাথে জড়িত অনেক উচ্চ পদস্থ কর্মকর্তার নামও জানিয়েছেন। তবে মামলার তদন্তের স্বার্থে বড় কর্মকর্তাদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান এ পুলিশ কর্মকর্তা।
রোহিঙ্গাদের এনআইডি দেয়ার ঘটনায় এর আগে গ্রেফতার জয়নাল আবেদীন ও মোস্তফা ফারুক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জালিয়াতিতে নির্বাচন কমিশনের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তার জড়িত থাকার তথ্য দেন। তবে এখনও পর্যন্ত তাদের কেউ গ্রেফতার হননি। এ ঘটনায় যে ১১ জন গ্রেফতার হয়েছেন তাদের বেশিরভাগই অফিস সহায়ক পদমর্যাদার কর্মচারী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।