পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশগ্রহণকারীদের বহিষ্কার কেন অবৈধ বেআইনি ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২০১৮ সালের ১৮ ডিসেম্বর জারি করা নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদ কেন বেআইনি ঘোষণা করা হবে না-এই মর্মেও রুল জারি করা হয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রুলের জবাব দিতে হবে। রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহা-পরিচালকসহ ৪ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১৯ নভেম্বর জাতীয় দৈনিকে এই মর্মে প্রতিবেদন প্রকাশ হয় যে, ‹পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ ? বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিমকোর্ট বারের অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২০১৮ সালের নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদে ‹শৃঙ্খলা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থার বিষয়টি উল্লেখ রয়েছে। প্রতিবেদনে বলা হয়, পিইসি পরীক্ষায় ১৯ নভেম্বর পর্যন্ত ১৫ জনকে বহিষ্কার করা হয়েছে। অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বলেন, যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বয়স ১০ বা ১১ বছর। এ বয়সের একজন শিশুকে বহিষ্কার করা হলে তার মনোজগতে বিরূপ প্রভাব পড়বে। তাদের বহিস্কার করা অনুচিৎ। বহিষ্কার না করে অন্য উপায় অবলম্বন করা যেতে পারতো। শুনানি শেষে আদালত উপরোক্ত রুল নিশি জারি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।