Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় মাসে ৫৪ অস্ত্র, ১০ জঙ্গি আটক মাদকদ্রব্য জব্দ

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম


র‌্যাব-৫ রাজশাহীসহ চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও জয়পুরহাট এ ৫ জেলায় গত ছয় মাসে পৃথক অভিযানে মোট ৫৪টি অস্ত্র, প্রায় ১৯ কেজি হেরোইন ও অন্যান্য বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭৮৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে রাজশাহী নগরী থেকে ৯ টি অস্ত্র এবং প্রায় ছয় কেজি হেরোইন ও বিভিন্ন পদের মাদকসহ ২০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বানেশ্বরে শীর্ষ অস্ত্র ও মাদক কারবারি সুজন আলী ওরফে বাবুকে (৩০) বুধবার রাত সাড়ে ১১টার পর পুঠিয়ার নামাজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুইটি ম্যাগজিন, ৫ টি গুলি এবং ২ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে ব্যাব ৫ এর একটি দল।

র‌্যাব-৫ এর অধিনায়ক ডিআইজি মাহফুজুর রহমান গতকাল জানান, রাজশাহী নগরী থেকে এ বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত মোট ৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিদেশী পিস্তল ৮টি, ওয়ান শুটারগান ১টি, ম্যাগজিন ১৫টি, গুলি ৩১ রাউ-, হেরোইন ৫ কেজি ৯৪৬ গ্রাম, ফেন্সিডিল ৪ হাজার ৪৩৫ বোতল, ইয়াবা ট্যাবলেট ৫৬ হাজার ৫৭৯ পিছ, গাঁজা ১৮১ কেজি ৮৭ গ্রাম, চোলাই মদ ২৯৪০ লিটার, বিদেশী মদ ২০৩ বোতল, বিয়ার ২০ ক্যান।

এদিকে এ ছয় মাসে নগরী থেকে মোট ২০৭ জনকে বিভিন্ন অপরাধের কারণে আটক করা হয়। যার মধ্যে জঙ্গি ৮জন, অস্ত্র ব্যবসায়ী ৫জন, মাদক কারবারি ১৮২ জন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৩জন, জালনোট ব্যবসায়ী ৩জন, অপহরণকারি ১জন, চোরাকারবারি ৪জন, সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধী ১জন এবং অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়।

ডিআইজি মাহফুজুর রহমান গত ৬ মাসে র‌্যাব ৫ এর সফলতা তুলে ধরে বলেন, রাজশাহীসহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও জয়পুরহাট এ ৫ জেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের ধরতে কাজ করছে র‌্যাব-৫। জুন থেকে নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এ জেলাগুলো থেকে মোট ৫৪ অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে বিদেশী পিস্তল ৩৩টি, রিভলবার ৪টি, ওয়ান শুটারগান ১৬টি, পাইপগান ১টি এবং ম্যাগজিন ৫০টি ও গুলি ১৬৬ রাউ-। এছাড়া হোরোইন উদ্ধার করা হয় ১৮ কেজি ৭৭৬ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।
ফেন্সিডিল উদ্ধার করা হয় ১৩ হাজার ২১৬ বোতল, ইয়াবা টেবলেট ১ লাখ ৪৩ হাজার ৮৫৩ পিছ, গাঁজা ২৪৪ কেজি ৯৭২ গ্রাম, দেশে তৈরি চোলাই মদ ৪হাজার ৪০২ লিটার, বিদেশী মদ ২৯৩ বোতল ও বিয়ার ৩০ ক্যান। এদিকে ৫ জেলা থেকে এ ৬ মাসে বিভিন্ন অপরাধে মোট ৭৮২ জনকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে জঙ্গি গ্রেফতার করা হয় ১০জন, অস্ত্র ব্যবসায়ী ২৬জন, মাদক কারবারি ৬৭৩জন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২৩জন, জাল নোট চক্রের সদস্য ৩জন, অপহরণকারি ৪জন, চোরাকারবারি ৪জন, সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধী ২জন ও অন্যান অপরাধী ৪৮জনকে গ্রেফতার করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ