পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিসিআইসির ঢাকার শ্যামপুরে অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের গুদাম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী ও ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন এম মাহবুবুর রহমান গতকাল চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ৫৪টি গুদাম নির্মাণকরণ হবে। অনুষ্ঠানে বিসিআইসির চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ডা. মো. আখতারুজ্জামান, পরিচালক (বাণিজ্যিক) মো. আমিন উল আহসান, পরিচালক (অর্থ) মো. বিল্লাল হোসেন, পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মো. লুৎফর রহমান, পরিচালক (উৎপাদন ও গবেষণা) মো. শাহীন কামাল এবং সংস্থার সচিব মো. আসাদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।