পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পোস্টমর্টেমের পর সুরতহাল রিপোর্ট স্পষ্টাক্ষরে লিখতে ডাক্তারদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। সেই সঙ্গে হস্তাক্ষরে লেখা প্রতিবেদনের সঙ্গে টাইপ করা প্রতিবেদনও যুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহা-পরিচালকসহ সব সিভিল সার্জনকে এই নির্দেশ বাস্তবাযন করতে বলা হয়।
রিটকারীর আইনজীবী দাস তপন কুমার আদালত থেকে বেরিয়ে জানান, ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি কক্সবাজারের খুরুশখুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় দাযের করা মামলায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজী যে ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছেন সেটি অস্পষ্ট এবং পাঠ অযোগ্য। এই অস্পষ্টতার সুযোগে সাইফুলের মৃত্যুর কারণ অনুঘাটিত থেকে যায়।
ওই হত্যা মামলার এজাহারে বলা হয়, সাইফুলের সঙ্গে তার এক সহপাঠির কথা কাটাকাটি হয়। এর জের ধরে ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি সাইফুলের ওপর ৫-৬ জন হামলা চালায়। আহত সাইফুলকে কক্সবাজারে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২০ ফেব্রুয়ারি সে মারা যায়। ওই বছরের ২২ ফেব্রুয়ারি কক্সবাজার থানায় হত্যা মামলা দায়ের হয়। এ মামলায় একজন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ৬ মাসের জামিন দেয়া হয়।
বিষয়টি আদালতের দৃষ্টিতে আনা হয়। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত নির্দেশ দেন। আদালত এই নির্দেশ দেন। এছাড়া জামিন আবেদনের শুনানি নিয়ে অপ্রাপ্তবয়স্ক আসামিকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দাস তপন কুমার। সবার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. সারওয়ার হোসেন বাপ্পি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।