পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেন, পরিবহন ধর্মঘট করে জনগণকে চরম ভোগান্তিতে ফেলেছে। কিন্তু সরকারের কী কিছু করার নেই? বিরোধী দল হরতাল ডাকলে পরিবহন মালিকদের বাধ্য করা হয় গাড়ী চালাতে। আর বর্তমানে যে ধর্মঘট করে জনগণকে ভোগান্তিতে ফেলেছে এর বিরুদ্ধে সরকার কি করছে? এভাবে দেশ চলতে পারে না।
বিবৃতিতে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। পরিবহন সেক্টরে চরম দুর্নীতি, তারমধ্যে আবার পরিবহন ধর্মঘট দেশকে অশান্ত করে তুলেছে। সরকার জনগণের জন্য কিছুই করতে পারছে না। পেঁয়াজ নিয়ে দেশে তুলকালাম কান্ডের পর জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে লবন নিয়ে গুজব সৃষ্টি করে সিন্ডিকেটগুলো জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এভাবেই জনগণকে শোষণ করা হচ্ছে।
তিনি বলেন, রাজনীতি মানুষ এবং দেশের কল্যাণের জন্য। যে রাজনীতি মানুষের কল্যাণের পরিবর্তে দুর্ভোগ সৃষ্টি করে, মানুষকে কষ্ট নিপতিত করে, জানমালের ক্ষতি করে সেই রাজনীতি কারো কাম্য হতে পারে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।