Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৮ কোটি টাকা ঘুষ গ্রহণ প্রকৌশলী কাজী মিজানের রেকর্ডপত্র চেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে গত ১ সেপ্টেম্বর একটি টিম গঠন করা হয়েছে। টিমের প্রধান দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারি পরিচালক মো. আবদুল ওয়াদুদ। তার স্বাক্ষরিত চিঠিতে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর দপ্তরের মাধ্যমে কাজী মিজানুর রহমানের রেকর্ডপত্র চাওয়া হয়েছে। আগামি ২৪ নভেম্বরের মধ্যে এসব রেকর্ড সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে পৌঁছাতে বলা হয়। দুদক সূত্র জানায়, ২০১৮-২০১৯ অর্থ বছরে বিভিন্ন জেলার ২৮৭টি পৌরসভা সমুহে বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্প থেকে ২৮ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত সুর্নিষ্ট অভিযোগ গত ১ সেপ্টেম্বর আমলে নেয় দুদক। পরে অনুসন্ধানের জন্য সংস্থার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ পাঠিয়ে দেয়া হয়। অনুসন্ধান পর্যায়ে এলজিইডির কাছে কাজী মিজানুর রহমানের প্রকল্পগুলোতে অর্থ বরাদ্দের পরিমাণ, প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন সংক্রান্ত নীতিমালা এবং বর্তমানে তিনি কোন কোন প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন-এ সংক্রান্ত রেকর্ডপত্র চাওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ