Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার উপরে

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

লালমনিরহাট জেলা সংবাদদাতা : দুদিন ধরে টানা বর্ষন আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে লালমনিরহাটে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। লালমনিরহাটে তিস্তা নদীর পানি দোয়ানী পয়েন্টে বিপদ সীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া জেলার ছোট-বড় ১০টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চল ও তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী হয়েছেন জেলার ৫টি উপজেলার ১৬টি ইউনিয়নের ৯৫টি গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ। বন্যা দুর্গত এলাকার রাস্তা-ঘাট তলিয়ে পানির নীচে চলে গেছে। পানিবন্দী এলাকার মানুষজন সরকারী রাস্তা-ঘাটে আশ্রয় নিলেও তারা অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন। বন্যা দুর্গত এলাকার সবজীসহ নানা ফসল তলিয়ে গেছে পানির নীচে। টানাবর্ষন অব্যাহত থাকায় জেলার নদীগুলোর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে।
আর এ অবস্থা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড আশংকা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ