Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনিয়মই যেখানে নিয়ম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ১২:১৪ এএম

সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের খেলার সময়সূচি কেউই মানছে না। প্রতিদিন দুটি করে খেলা এমএ আজিজ স্টেডিয়ামে ফ্লাডলাইটে চললেও সময় নিয়ে নেই কারো মাথাব্যথা। বিকেল ৩টা ৪৫ মিনিটের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও সেটি শুরু হচ্ছে বিকেল ৪টায়। এতে দ্বিতীয় ম্যাচেও এর প্রভাব পড়ছে। সেটি শুরু হচ্ছে ৫টা ৪০ মিনিটে। ম্যাচটি শুরু হওয়ার কথা ৫টা ২৫ মিনিটে। গতকাল এমন চিত্র দেখা গেছে মাঠে। এদিন এনায়েত বাজার ওয়ার্ড ও দক্ষিণ-মধ্যম হালিশহর মধ্যেকার দিনের প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল বিকেলে। কিন্তু ঐ সময়ে খেলা মাঠে গড়ায়নি। এমনকি খেলা শুরু হওয়ার ১৫ মিনিট আগে খেলা পরিচালনাকারী রেফারিদের মাঠে নামার কথা থাকলেও তাদের মাঠে দেখা যায়নি। রেফারিরা নেমেছে ৩টা ৪৫ মিনিটে। অথচ ম্যাচটি শুরু হওয়ার কথা ঐ সময়ে। রেফারিদের সময় নিয়ে কা-জ্ঞানহীন আচরণে অনেকেই হতবাক হয়েছেন। আয়োজকদের এক কর্মকর্তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি দুঃখ করে বলেন, টুর্নামেন্ট চালাতে গিয়ে অংশগ্রহণকারী দলগুলোসহ অন্যান্যরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দেয় তাহলে আমাদের করার কী আছে বলুন? অথচ আমরা ঠিকই সময়মত মাঠে হাজির হয়েছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ