পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয় দিয়ে আসছিলেন আবুল কালাম আজাদ (৩৫)। আর এ পরিচয়ে পুলিশের এসআই পদে চাকরি দেবেন বলে হাতিয়ে নিচ্ছিলেন লাখ লাখ টাকা। তবে শেষ রক্ষা হয়নি তার। রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অর্থের বিনিময়ে চাকরি দেয়া প্রতারক চক্রের এ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান এ সব তথ্য জানান।
তিনি জানান, এক ব্যক্তিকে এসআই পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয়ধারী আবুল কালাম আজাদ। এ বিষয়ে গত ১ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত সূত্র ধরে প্রতারক আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। তিনি জনসাধারণের কাছে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয়ে পুলিশের এসআই পদে চাকরি দেয়ার প্রলোভনে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন। যার মাধ্যমে বাংলাদেশ পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছিলেন। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।