Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসসিসি-ডিএনসিসির উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম


ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশ। গতকাল সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে উত্তরার বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জমানের নেতৃত্বে গুলিস্তান, মুক্তাঙ্গন ও বায়তুল মোকাররম মসজিদের আশেপাশে আরেকটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দুই অভিজানে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, গতকাল সকালে রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। উত্তরার ১, ৩, ৫, ৬, ৭, ৯, ১৩, ও ১৫ নম্বর সেক্টরে উচ্ছেদ অভিযান চালনা করে এ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জুলকার নায়ন জানান, এর আগেও এসব এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। সম্প্রতি এসব স্থান আবার দখল হয়ে যায়। এজন্য অভিযান চালানো হয়েছে।

তিনি আরো জানান, অভিযানকালে প্রায় তিন শতাধিক অস্থায়ী দোকান, ভ্যান, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে ৭ নম্বর সেক্টরের আরএমসি হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গতকাল দক্ষিণ সিটির গুলিস্তান, মুক্তাঙ্গন, মতিঝিল ও বায়তুল মোকাররম সমজিদের আশেপাশের এলাকায় ফুটপাথ থেকে অবৈধ দখলদার উচ্ছেদে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, এসময় ফুটপাথ দখল করে গড়ে উঠা প্রায় ১৬০টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সাথে চারজনকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ