Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে বিএনপির বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

 সি-িকেটের মাধ্যমে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে বিএনপি। নারায়ণগঞ্জে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই সময় পুলিশ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমনকে আটক এবং লাঞ্ছিত করে মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ডলি আহমেদকে। কুড়িগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয়। আমাদের সংবাদদাতাদের তথ্যে প্রতিবেদন:
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচি পুলিশের মারমুখী আচরণের কারণে প- হয়ে গেছে। ওই সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছে এক বিএনপি নেত্রী। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির ডাকা ওই কর্মসূচি আহবান করা হয়েছিল।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপিসাধারণ সম্পাদক এটিএম কামাল অভিযোগ করে বলেন, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল কেন্দ্রীয় বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গলিতে কর্মসূচি পালনের ঘোষণা দেয়। ওই কর্মসূচিতে মহানগরের নেতাকর্মীরা অংশ নিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গলিতে জড়ো হওয়ার আগেই পুলিশ মারমুখী আচরণ শুরু করে। একপর্যায়ে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নেতাকর্মীরা সরে যেতে না চাইলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই সময় পুলিশ শাহরিয়ার চৌধুরী ইমনকে আটক করে এবং লাঞ্ছিত করে নারী নেত্রী ডলি আহমেদকে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই বলেন, কর্মসূচি পালনের নামে জনগণের স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। নারী নেত্রীকে লাঞ্ছিতের যে অভিযোগ করা হয়েছে সেটা মিথ্যা।
রাজশাহী ব্যুরো জানায় : গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় কর্মর্সূচির অংশ হিসাবে প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু বলেন, সরকারের আমলা, নেতাকর্মী, এমপি ও মন্ত্রীদের কারসাজিতে পেঁয়াজের দাম এই রকম হয়েছে। শেখ মুজিবুর রহমানের আমলে লবনের দাম ২৫টাকা কেজি থেকে বেড়ে চল্লিশ টাকা হয়েছিল। তেমনি তার কন্যা বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও বাংলাদেশে এই প্রথম ঁেপয়াজের দাম ত্রিপল সেঞ্চুরীর নিকট পৌঁছেছে। বাবা এবং মেয়ের উন্নয়নের ধারা একই রকম রয়েছে।
বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনবার্সন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার। মহানগর শ্রমিক দলের সভাপতি ইশারুদ্দিন ইশা, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন প্রমুখ।
ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। গতকাল শহরের তাকিয়া রোড থেকে মিছিলটি শুরু হয়ে বড় মসজিদের সামনে এসে শেষ হয়।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী।
কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা জানান :
সকাল সাড়ে ১০টায় জিনজিরাস্থ কেরানীগঞ্জ দক্ষিন উপজেলা শাখা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
সমাবেশ বক্তব্য রাখেন ব্এিনপির ভাইস চেয়ারম্যান মো. শাজাহান মিয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপিসাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ঢাকা জেলা যুবদলের সভাপতি হাজী মো. মাসুম প্রমুখ।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে জেলা বিএনপি কার্যালয়ে সিনিঃ সহ সভাপতি আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানাসহ যুবদল স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে জানান : জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ সদস্য সচিব আখতার হেসেন, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা মিছিলে নেতৃত্ব দেন।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান : এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন ও জেলা বিএনপিসাধারণ সম্পাদক সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
নীলফামারী সংবাদদাতা জানান : সকালে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় চত্বরে এই সমাবেশ করে দলের নেতাকর্মীরা। এতে বিএনপি ছাড়াও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পিরোজপুর জেলা সংবাদদাতা : সকালে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপিসাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের দিকে বের হওয়া শুরু করলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়।
শেরপুর জেলা সংবাদদাতা জানান : গৃদা নারায়ণপুর এলাকা থেকে মিছিলটি বের হয়ে রঘুনাথ বাজার মোড়ে এসে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ