Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইনে পেঁয়াজ কিনলেন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

পেঁয়াজের জন্য চলছে সারাদেশে হাহাকার। এমন সময় সিলেটে ভারতীয় সীমান্ত দিয়ে চোরাইপথে ঢুকে যাওয়া পেঁয়াজের চালান আটক হয় র‌্যাব-৯ এর হাতে। এরপর হস্তান্তরিত করা হয় এসএমপির শাহপরান (র.) থানায়। আদালতের নির্দেশে নগরীর ৩টি পয়েন্টে কেজি প্রতি ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রির ঘোষণায় হিড়িক পড়ে যায়। গতকাল সকাল থেকে রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামের সামনে, ক্বীন ব্রিজের মোড়ে, মার্কাজ পয়েন্ট বঙ্গবীর রোডে পেঁয়াজের জন্য গড়ে উঠে নারী-পুরুষের দীর্ঘ লাইন। 

বেলা ১২টার দিকে পেঁয়াজ কিনতে নগরীর ক্বীন ব্রিজের মোড়ে টিসিবির গাড়ির লাইনে দাঁড়ান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রায় দুই ঘণ্টা লাইনে অপেক্ষা করে পৌঁনে ২টার দিকে পেঁয়াজ কিনেন তিনি। এসময় তার সাথে লাইনে দাঁড়ান মহানগর বিএনপির অন্যতম নেতা সৈয়দ মঈন উদ্দিন সুহেল।
মেয়রের উপস্থিতিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে পেঁয়াজ ক্রয়ে আগত মানুষের মধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়। প্রখর রৌদ্র উপেক্ষা করে কম দামে পেঁয়াজ ক্রয় যেন মানুষের নিকট সোনার হরিণে পরিণত হয়। সে কারণে রোদের তীব্র তাপ হার মানিয়েছে পেঁয়াজ নামক অতি প্রয়োজনীয় পণ্যের নিকট। শত শত মানুষ পেঁয়াজ কিনতে ভিড় করেছেন টিসিবির ট্রাক ঘিরে। সময় বাড়ার সাথে সাথে ক্রেতাদের ভিড়ও বাড়ে। এছাড়া মহিলা ক্রেতাদের উপস্থিতিও ছিল লক্ষনীয়।
এসময় মেয়র আরিফ বলেন, পেঁয়াজের লাগামহীন মূল্যের বিরুদ্ধে লাইনে দাঁড়িয়ে তার পেঁয়াজ কেনা হলো একটি প্রতীকী প্রতিবাদ। পেঁয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণের আহবানও জানান তিনি। এছাড়া নগরীতে ৪৫ টাকায় টিসিবি পেঁয়াজ বিক্রি করছে সকালে এমন খবর পেয়ে তিনি ক্বীন ব্রিজের মোড়ে পেঁয়াজ কিনতে এসেছেন। জনগণের অসুবিধার কথা চিন্তা করে সরকারের এমন উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ জানান।
টিসিবি সিলেটের ইনচার্জ মো. ইসমাইল মজুমদার বলেন, সকাল থেকেই আমরা খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। সরকার নির্ধারিত মূল্যে নগরের ৩টি পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে আমাদের ডিলাররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ