পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর আদাবরে নাসিমা আক্তার হাসিনা (৩৬) নামে এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মো. ডাবলু হাওলাদার পলাতক রয়েছেন। গতকাল রোববার সকালে আদাবরের একটি আবাসিক এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিরপুর কমার্স কলেজের সামনে কাভার্ড ভ্যানচাপায় হাফেজ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দিপাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় (একদিন বয়সী) এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আদাবর থানার এসআই হাবিবুর রহমান দৈনিক ইনকিলাবকে জানান, নিহত গৃহবধূ হাসিনা ও ডাবলু আদাবরের ওই আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। হাসিনা ও ডাবলুর এটি দ্বিতীয় বিয়ে ছিল। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের স্বামীর নাম ডাবলু দর্জির কাজ করেন। নিহত নাসিমার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাগুনিয়ায়।
খিলগাঁওয়ে নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দিপাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় (একদিন বয়সী) এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। খিলগাঁও থানার এসআই সাদিকুল ইসলাম দৈনিক ইনকিলাবকে জানান, খবর পেয়ে সকালে পশ্চিম নন্দিপাড়া তিতাস রোডের শহিদুলের পুকুর থেকে ভাসমান অবস্থায় নবজাতকটির লাশ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স একদিন হবে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় কে বা কারা পুকুরে মৃত অবস্থায় নবজাতকটি ফেলে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীতে কাভার্ড ভ্যানচাপায় শিশুর মৃত্যু
রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনে কাভার্ড ভ্যানচাপায় হাফেজ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মিরপুরের শাহআলী থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, মৃত হাফেজ মিরপুর-১, ঝিলপাড় বস্তিতে মা পাখি আক্তারের সঙ্গে থাকত। পাখি বস্তিতে পিঠা বিক্রি করেন।
তিনি আরো জানান, সকালে বস্তির পাশে কমার্স কলেজের সামনে একটি কাভার্ড ভ্যানচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাভার্ড ভ্যান জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।