Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেঁয়াজের জন্য ১৮ কোটি মানুষ আর্তনাদ করছে

বিবৃতিতে অলি আহমদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, পেঁয়াজের জন্য দেশের ১৮ কোটি মানুষ আর্তনাদ করছে। আর সরকার ব্যর্থতার দায় স্বীকার না করে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করছে। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।
এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাকের সই করা বিবৃতিতে কর্নেল (অব.) অলি বলেন, কয়েক মাস ধরে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছে। কখনো ব্যাংকের টাকা লুট হচ্ছে, কখনো শেয়ারবাজারের টাকা লুট হচ্ছে, ঋণখেলাপির সংখ্যা দিন দিন বাড়ছে। ধর্ষণ ও মাদকের আগ্রাসন তো আছেই। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে রেল ও সড়কপথের দুর্ঘটনা। এতে করে মারা যাচ্ছে শত শত লোক।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বিএনপির আমলে সারের সামান্য সঙ্কটে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন করেছিল। এখন জনগণের নির্বাচিত সরকার থাকলে দেশে এ ধরনের সমস্যা সৃষ্টি হতো না। এ দেশের মানুষ খুবই ভালো। এত কষ্ট পাওয়ার পরও নীরবে ঘরে বসে আছে। তবে সব সময় যে এভাবে ঘরে বসে থাকবে, এর নিশ্চয়তা নেই। কারণ, এ দেশের জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।
আওয়ামী লীগ সরকারের উচিত পদত্যাগ করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা। এতে সুশাসন প্রতিষ্ঠাসহ জনগণ মুক্তি পাবে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ