Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভারতের কাছে আর কত মাথা নত করব?’

সরেজমিন ঘুরে এসে ফেনী নদী নিয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সরকারের নীতির সমালোচনা করে বক্তারা বলেছেন, আমাদের সরকার এতটাই ব্যর্থ যে, দেশের স্বার্থের কথা দিল্লিকে বলতেও তারা ভয় পায়। স¤প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি আনার কথা থাকলেও উল্টো ভারতকেই পানি দিয়ে এসেছেন তিনি। ভারত তাদের স্বার্থ ভাববে এটা স্বাভাবিক; তাই বলে আমাদের স্বার্থের কথা আলোচনার টেবিলে উঠবে না? এটা পুরো জাতির জন্য লজ্জাকর। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ‘ফেনী নদীর পানি উৎস সন্ধান ও পানি ব্যবহার বিষয়ক প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকরা। তারা সরকারের প্রতি আরো প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, ভারতের কাছে আর কতদিন মাথা নত করে থাকব?

অনুষ্ঠানে শিক্ষাবিদ ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ভারত কোনো আলোচনা ছাড়াই ফেনী নদীতে ৩৬টি পাম্প বসিয়ে পানি উত্তোলন করে নিচ্ছিল, আমরা জানতাম না। এ ধরনের অনেক কিছুই ঘটে যাচ্ছে আমরা জানতে পারছি না। আবার সেই নদীর পানি দিতে চুক্তি করা হলো আমাদের স্বার্থ না দেখে। প্রধানমন্ত্রীর সফরে আরও অনেক চুক্তি হয়েছে, যেসব বিষয়ে এখনো স্পষ্ট করে জানতে পারিনি। তিনি আরো বলেন, সরকার উদাসীন, ভারত তার স্বার্থ দেখছে, কিন্তু সরকার আমাদের স্বার্থ দেখছে না। বুর্জোয় শ্রেণীর শাসক দিয়ে কোনো সঙ্কটের উত্তরণ সম্ভব নয়। এখন আমাদের স্বার্থ আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ-প্রতিরোধ করতে হবে, যার নেতৃত্ব দিতে হবে বামপন্থীদের।

ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, স¤প্রতি ভারত সবচেয়ে বেশি সা¤প্রদায়িক একটি রাষ্ট্র হিসেবে পরিচয় দিয়েছে। বঙ্গবন্ধু অসা¤প্রদায়িক রাষ্ট্রের কথা বলেছেন সব সময়, সেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান আলোচক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা দুঃখজনক। তিনি আরো বলেন, আজ আমাদের দেশের পেঁয়াজ নিয়ে সমস্যা তৈরি হয়েছে, এর জন্য দায়ী ভারত। তারা আমাদের পেঁয়াজ দেয়া বন্ধ রেখে নেপালকে দিচ্ছে। আমাদের রোহিঙ্গা সমস্যার জন্য দায়ী ভারত। যতবার আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা নিয়ে আলোচনা উঠেছে, ততবারই ভারত চুপ থেকেছে অথবা বাধা তৈরি করেছে। তাহলে বিপদে-আপদে কিসের বন্ধু, এটাই কি বন্ধুত্ব?

গণদলের সভাপতি এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, ফেনি নদীর পানি ভারতকে দেয়া হলে মহুরি প্রজেক্ট ধ্বংস হয়ে যাবে। হাজার হাজার হেক্টর জমি ইরিগেশন বন্ধ হবে এবং জীববৈচিত ধ্বংস হয়ে যাবে। ফেনী নদী আমাদের নিজস্ব। ৫৪টি অভিন্ন নদীর তালিকায় ফেনী নদী নেই। অথচ সরকারের নতজানু নীতির কারণে ওই তালিকায় ফেনী নদীর নাম ৫৪ নম্বরে সংযোজন করা হয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমরা আশা করলেন তিস্তার পানি আনবেন। কিন্তু পুরো জাতিকে হতাশ করে ভারতকে উল্টো ফেনী নদীর পানি দেয়া হলো। অথচ এই ফেনী নদীর পানি তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই পাম্প দিয়ে উঠিয়ে নিচ্ছিল।

বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর সফরে পানি আনতে গিয়ে উল্টো ভারতকে পানি দিয়ে এলাম, এটা জাতির কাছে লজ্জাকর। আবার ফেনী নদীর পানি দিতে চুক্তি করার অর্থ হলো ভারতের অবৈধ পানি উত্তোলনকে বৈধতা দেয়া। ভারত আমাদের ১৯৭১ সালে সহযোগিতা করেছে পারস্পরিক স্বার্থে। তারা চেয়েছিল পাকিস্তান আলাদা হোক আর আমরা চেয়েছিলাম উর্দু ভাষার বিদায়। তাই বলে সব দিতে হবে, এটার নাম বন্ধুত্ব নয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ বিকল্পধারা সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবুল, সংগঠনটির কেন্দ্রীয় নেতা ম ইনামুল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ