Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পিএইচডি ছাড়া নিয়োগ নয়

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশে উচ্চ শিক্ষার মানোন্নয়নে প্রধানতম অন্তরায় হচ্ছে ত্রæটিপূর্ণ শিক্ষক নিয়োগ পদ্ধতি। এ কারনে ভবিষ্যতে পিএইচডি ডিগ্রী ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ার বিষয়টি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলমান রয়েছে।

গতকাল শনিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আইকিউএসি সেলের ভূমিকা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ সম্ভাবনার কথা জানান ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। রুয়েটের আইকিউএসি সেলের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রুয়েট ভিসি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

এর আগে দেশের ও নানা কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এসুরেন্স বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মল্লিক। এছাড়া রুয়েটে আইকিউএসি সেলের বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন এ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গাফফার খান।
সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুয়েটের আইকিউএসি সেলের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। সেমিনারে রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন। সেমিনার শেষে ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরকে সম্মাননা স্মারক প্রদান করেন ভিসি ড. মো. রফিকুল ইসলাম সেখ।



 

Show all comments
  • oti_shadharon ১৭ নভেম্বর, ২০১৯, ১০:০৭ এএম says : 0
    পিএইচডি না হলে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে না - এটা একটা বাজে প্রস্তাব। ঢাকা কিংবা চিটাগাং য়ুনিভার্সিটির যে ছাত্ররা এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সব স্তরে ফার্স্ট ক্লাস বা সমমানের রেজাল্ট নিয়ে বেরোয়, তারা য়ুনিভার্সিটির ব্যাচেলর্স প্রোগ্রামে শিক্ষাদানের জন্য অনুপুযুক্ত, একথা একেবারেই ভুয়া। তবে বাংলাদেশে যদি পিএইচডিধারীদের বন্যা হয়ে থাকে, তাহলে শুধু বিশ্ব বিদ্যালয় কেন, সব জায়গায় তাদেরকে লাইনের প্রথমে দাঁড় করিয়ে দিন। তবে খোঁজ নিয়ে দেখতে পারেন, পাশ্চাত্যের দেশগুলোর নামকরা য়ুনিভার্সিটিগুলোর অনেকগুলোতেই গ্রাজুয়েট প্রোগ্রামে এখনো পিএইচডি ডিগ্রি ছাড়া ব্যক্তিরা শিক্ষকতা করছেন; এদের ছাত্ররা মানসম্মত ডিগ্রী নিয়েই কর্মক্ষেত্রে প্রবেশ করছে। আমেরিকা-কানাডায় আপনি পিএইচডিধারি ইঞ্জিনিয়ার হলেও প্রফেশনাল সার্টিফিকেশন না থাকলে অনেক জায়গায় আপনি পাত্তা পাবেন না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ