পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শহীদ নুর হোসেনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মসিউর রহমান রাঙ্গার সংসদ সদস্য পদ ও পরিবহনের শীর্ষ পদ থেকে বহিষ্কার দাবি ও তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঐক্য লীগ। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনের সদস্য সচিব ইসমাইল হোসেন বাচ্চু তার লিখিত বক্তব্যে বলেন, নুর হোসেনকে নিয়ে রাঙ্গা যে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তাতে এই সংগঠনের নেতাকর্মীরা মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। রাঙ্গা দুঃখ প্রকাশ করলেও তা ক্ষমার অযোগ্য। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে রাঙ্গা ধৃষ্টতা দেখিয়েছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের নায়ক পরিবহন শ্রমিক নুর হোসেন সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তাতে পরিবহন শ্রমিকরা তার নিন্দা জানাচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সংগঠনের পক্ষ থেকে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে পরিবহন সেক্টরে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলাম। এরপরই রাঙ্গা ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী পরিবহন সেক্টরে চাঁদাবাজের এক গডফাদার আমার নামে ৬৪টি জেলায় ৬৪টি মামলা করার হুমকি প্রদান করেন এবং ইতিমধ্যে বিভিন্ন থানায় আমার নামে ৫টি মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয় কুমিল্লার চৌদ্দগ্রামে একটি সাজানো মামলায় আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে। এই হীন কাজ বন্ধ ও প্রতিকার চাই। আগে যেখানে পরিবহন শ্রমিকদের চাঁদা ছিল ৩০ টাকা, মালিকদের চাঁদা ছিল ৪০ টাকা। রাঙ্গা ও এনায়েত দায়িত্ব নেয়ার পর থেকে এখন মালিকদের চাঁদার পরিমান দাঁড়িয়েছে ১৪শ’ থেকে ১৮শ’ টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক এস.এম শাহ আলম, মালিক-শ্রমিক নেতা ফজলুর রহমান, মো. হোসেন, নাসির উদ্দিন, শেখ নজরুল ইসলাম, ইসমাইল হোসেন বাচ্চু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।