Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৌনে ৩ মাস পর বাসের হেলপার গ্রেফতার

বাংলামোটরে কৃষ্ণা রায়কে চাপা : পিবিআইর অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাজধানীর বাংলামোটরে বিআইডবিøউটিসি’র কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীকে চাপা দেওয়া বাসের হেলপার মো. বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাপা দেওয়ার ঘটনার দুই মাস ২১ দিন পর গত শুক্রবার রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, গত ২৭ আগস্ট বাংলামোটরে ফুটপাথে উঠে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাস কৃষ্ণা রায়কে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তার বাম পা কেটে ফেলতে হয়। দুর্ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি বাচ্চুকে গতকাল আদালতে পাঠানো হয়েছে।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদ বলেন, গত ২৭ আগস্ট দুপুরে বাংলামোটর ওভারব্রিজের নিচের ফুটপাত দিয়ে হেঁটে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন বিআইডবিøউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায়। এ সময় কারওয়ান বাজারের দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাস ফুটপাথে উঠে যায়। ওই বাসে চাপা পড়ে কৃষ্ণা রায়ের বাম পা থেঁতলে যাওয়াসহ গুরুতর আহত হন। পরে পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে পঙ্গু হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসকরা অপারেশন করে কৃষ্ণা রায়ের বাম পায়ের হাটুর নিচের অংশ কেটে ফেলেন। এ ঘটনায় বাসের মালিক, চালক ও হেলপারের বিরুদ্ধে ২৮ আগস্ট হাতিরঝিল থানায় মামলা করেন আহতের স্বামী রাধে শ্যাম চৌধুরী। ওই বাসটি জব্দ করা হয়। গত ১ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় ওই বাসের চালক মোরশেদকে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিন্তু হেলপার বাচ্চু ছিলেন পলাতক। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাচ্চুকে গ্রেফতার করা হয়। ওই বাসের মালিক আসামি হলেও তিনি এখন জামিনে রয়েছেন।তোলেন অনেকে। অনেক নেটিজেন দাবি তোলেন, এই পোশাক পড়ে হিন্দু ধর্মাবেগে আঘাত করেছেন নায়িকা। অভিযোগ ওঠার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়িকার সেই ছবি। কুরুচিকর কমেন্ট আসতে থাকে বাণী কাপুরকে উদ্দেশ্য করে। বলা হয় বাণী কাপুর নাকি ‘লাজলজ্জাহীন’। পাশাপাশি নেটিজেনদের একাংশের দাবি, বলিউডের অনেক তারকাই নাকি বরাবরই সনাতন ধর্মের বিরোধী।

নায়িকা অবশ্য তার সোশ্যাল মিডিয়া থেকে ছবিটি ডিলিট করে দিয়েছেন, কিন্তু তা ভাইরাল হয়ে যাওয়ায় নিস্তার মেলেনি। অন্যদিকে এ ব্যাপারে বাণী কাপুর একদম চুপ থেকেছেন। কোনও প্রতিক্রিয়া জানান নি তিনি।
ইয়াস রাজ ফিল্মস-এর ২০১৩ সালের শুধ দেশি রোমান্সের মাধ্যমে নজর কাড়েন তিনি। সম্প্রতি টাইগার শ্রফ ও হৃত্বিক রোশনের সঙ্গে ‘ওয়ার’ সিনেমায় অভিনয় করেছেন বাণী কাপুর। সেখানে দর্শকদের নজর কেড়েছেন তিনি। সূত্র : কলকাতা২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ