পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘বিএনপি ক্ষমতায় আসার পর আমার পরিবারের দুর্নীতি খুঁজে বের করতে গিয়ে খালেদা জিয়া ও তার পরিবারের দুর্নীতি বেরিয়ে আসে। তাদের চক্রান্ত অনেক দূর পর্যন্ত। তারা খুনি, যুদ্ধাপরাধীদের মদদ দেয়। ৯৬ সালে ভোটারবিহীন নির্বাচন করে তারা আবার বড় বড় কথা বলে। তারা যেন এই দেশে আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে জনগণকে এ ব্যাপারে সচেতন করতে হবে।’-প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
সরকার প্রধান বলেন, ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব দেশের মানুষের জন্য কাজ করা। কতটুকু পেলেন সেটা একজন রাজনীতিবিদের বিবেচনার বিষয় নয়, বিবেচনার বিষয় হলো কতটুকু তিনি দিতে পারলেন সেটা। এই মানসিকতা সম্পন্ন রাজনীতিবিদের মৃত্যু নেই।’
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যে অভিযান চলছে, তা অব্যাহত থাকবে।’
প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘কেন দুর্নীতি করে টাকা বাড়াতে হবে? সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দুর্নীতি, অসৎ উপায়ে অর্থ উপার্জন করে তা দিয়ে বিলাসবহুল জীবন-যাপন, ফুটানি-ফাটানি কখনও এ দেশের মানুষ বরদাশত করবে না। অসৎ পথে উপর্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে উপর্জিত অর্থে নুন-ভাত খাওয়া অনেক সম্মানের।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।