Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কটিয়াদীতে ট্রেনের ধাক্কায় শিক্ষকসহ নিহত ২

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

 কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষক আব্দুল হামিদ (৫০) বোরহান উদ্দিন (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে ঢাকাগামী এগারসিন্ধুব ট্রেনের সাথে উপজেলার চান্দপুর ইউনিয়নের মন্ডলভোগ গ্রামে রেললাইন অতিক্রম করার সময়। নিহত আব্দুল হামিদ পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক, কুয়েত সোসাটি, কিশোরগঞ্জ জেলায় নির্মানাধীন মসজিদের তদারককারী ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার খাজা গ্রামের ওয়াহেদ আলীর পুত্র এবং বোরহান উদ্দিন পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের আব্দুল গফুরে পুত্র, তিনি পেশায় পাঠাও (ভাড়ায় মোটরসাইকেল) চালক।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ