Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট ছাড়া সংসদ হলে পেঁয়াজ ছাড়াও রান্না হবে

জাতীয় প্রেসক্লাবে গয়েশ্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোটার ছাড়াই যদি নির্বাচন হতে পারে, জনগণের ভোট ছাড়াই যদি সংসদ গঠন হতে পারে, তাহলে পেঁয়াজ ছাড়াও রান্না সম্ভব।

গতকাল জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ অনুষ্ঠান আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পেঁয়াজের সরবরাহ কম হলেও এর দাম বাড়ার পেছনে দায়ী সিন্ডিকেট। তারা পেঁয়াজ ধরে রাখছে। যখনই দাম বাড়ছে, তখনই একটু একটু পেঁয়াজ বাজারে ছাড়ছে। তাদের কারসাজিতেই পেঁয়াজের দাম আড়াই শ’ টাকা ছাড়িয়ে গেছে।

রাজনৈতিক বিবেচনাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে অভিযোগ করে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই সরকারের হস্তক্ষেপ ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়, এটা আমরা বুঝে গেছি। তাকে রাজনীতির মাধ্যমেই মুক্ত করে আনতে হবে।

মরহুম সাদেক হোসেন খোকার অবদান স্মরণ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাদেক হোসেন খোকা খুব স্বল্পভাষী নেতা ছিলেন। তার কৌশল ও শক্তিই ছিল বেশি। ঢাকার বিভিন্ন সড়কের নাম মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করেছিলেন তিনি। এ ক্ষেত্রে তিনি কোনো রাজনৈতিক পক্ষপাত অবলম্বন করেননি। এসব কারণেই বিএনপির রাজনীতিতে যুক্ত থাকলেও তিনি হতে পেরেছিলেন আপামর জনতার এক নেতা। গয়েশ্বর বলেন, সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকাকে শত্রুমুক্ত করার অন্যতম এক গেরিলা যোদ্ধা। অথচ মুক্তিযুদ্ধের চেতনার ফেনা তোলা এই সরকার তার শেষ ইচ্ছাটুকুও পূরণ হতে দিলো না।
নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সভাপতি সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে ফোরামের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ