Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবী (সা.) এর আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে

জাতীয় প্রেসক্লাবে সেমিনারে খেলাফত মজলিস নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মানবতার মুক্তির দূত আখেরী নবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের আলো নিয়ে দুনিয়াতে এসেছিলেন মানবতার মুক্তির জন্যে। রাসূল (সা.) এর আদর্শ বাস্তবায়িত না থাকার কারণে সমাজ আজ অন্ধকারাচ্ছন্ন। হত্যা ধর্ষণ গুম জুলুম নির্যাতন দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত আল-কুরআনের আলোকে রাসূল (সা.) এর মর্যাদা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, মুফতি ওযায়ের আমীন, মাওলানা হিফজুর রহমান, মাওলানা খন্দকার মাহবুবুর রহমান, মুফতি হাফিজ আহমদ ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।
সভায় ৫০০ বছরের ঐতিহিবাহী বাবরি মসজিদে জায়গায় রাম মন্দির নির্মাণে ভারতের সুপ্রীম কোর্টের দেয়া রায়ের তীব্র নিন্দা জানিয়ে ঐ রায় বাতিলের দাবি জানানো হয় ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ