Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাহোর হাইকোর্টে নওয়াজের মামলা গ্রহণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ক্ষতিপ‚রণ বন্ড দেওয়ার শর্তে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নাম বহির্গমন নিয়ন্ত্রণ তালিকা (ইসিএল) থেকে অপসারণ করা হবে, সরকারেরেএমন সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে একটি আবেদন লাহোর হাইকোর্ট (এলএইচসি) শুনানির জন্য গ্রহণ করেছে। শুক্রবার আদালত বিকেলে আবেদনের স্বীকৃতি বিষয়ে রায় সংরক্ষণ করেছিলেন।

সরকার এই মামলাটি প্রত্যাখ্যান করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল। এর বিরুদ্ধে পিএমএল-এন সভাপতি শেহবাজ শরীফের আইনজীবী আমজাদ পারভেজ যুক্তি দিয়েছিলেন যে এই আবেদন শুনানি করার ক্ষমতা হাইকোর্টের রয়েছে। তিনি বলেন, অতীতে বেশ কয়েকটি আদালতের রায় তাদের অবস্থান সমর্থন করে এবং নওয়াজের নাম শর্তহীনভাবে ইসিএল থেকে নামানোর পক্ষে তার যুক্তি দেখিয়ে আদালতের আদেশের অনুলিপি উপস্থাপন করেন। প্রাক্তন সামরিক শাসক অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফকে বিদেশ ভ্রমণে যাওয়ার অনুমতি দেওয়া উদাহরণ দিয়ে তিনি বলেন, সরকার কাউকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার পাকিস্তানি মুদ্রায় ৭০০ কোটির টাকার জামিন বন্ডে অসুস্থ নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল ইমরান খান সরকার। সেইসঙ্গে আরও কিছু শর্তারোপও করা হয়েছিল। সরকারের এই শর্তে একমত হতে পারেননি প্রাক্তন প্রধানমন্ত্রী, পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ। এর বিরুদ্ধে তারা আদালতের শরনাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ