Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার ত্যাগের প্রতিদান জনগণ দিয়ে দিয়েছে

খোকার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে ছেলে ইশরাক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল গতকাল রাজধানীর গোপীবাগে অনুষ্ঠিত হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন মাঠে বাদ আসর অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে দল-মত নির্বিশেষে হাজার হাজার মানুষ অংশ নেন।
এ দোয়া মাহফিলে সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সবার উদ্দেশে বলেন, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। দেশের জন্য বাবার যে ত্যাগ তার প্রতিদান জনগণ দিয়ে দিয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির সভাপতি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, সংসদ সদস্য হারুন অর রশীদ, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি, গণফোরামের কার্যনির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শিরিন সুলতানা, এহছানুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, মাহবুবুল হক নান্নু, আবদুল আউয়াল খান, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

এছাড়া ইসলামী দলগুলোর মধ্যে খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, সেলিম উদ্দিন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানী আজহারুল ইসলাম, জাগপার খোন্দকার লুৎফুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, সাবেক ছাত্র নেতা শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বজলুল বাসিত আনজু, কাজী আবুল বাশার, শফিউল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, নবী উল্লাহ নবী, মকবুল ইসলাম টিপু, আবদুল কাদের, সুরাইয়া বেগম, রফিক শিকদার, মাওলানা শাহ নেছারুল হক, টিকাটুলী জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন আশরাফীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে ছিলেন।

দোয়া অনুষ্ঠানে মরহুম নেতার স্ত্রী ইসমত হোসেন, ছোট ছেলে ইশফাক হোসেন এবং মেয়ে সারিকা সাদেকসহ আত্মীয়-স্বজনরাও ছিলেন।
গত ৪ নভেম্বর নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল সেøান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকার মৃত্যু হয়। ৭ নভেম্বর সকাল সাড়ে ৮টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তার কফিনবন্দি লাশ পৌঁছায়। পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, নগরভবনে, ব্রাদার্স ইউনিয়ন মাঠ ও ধুপখোলা মাঠে নামাজে জানাজা শেষে সন্ধ্যায় জুরাইন কবর স্থানে এই বীর গেরিলা যোদ্ধার দাফন করা হয়।
উল্লেখ্য, চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্র যান। যুক্তরাষ্ট্রে থাকাকালে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দেশে কয়েকটি দুর্নীতির মামলা হয়।



 

Show all comments
  • Masum Billah Mojumder ১৬ নভেম্বর, ২০১৯, ১:০১ এএম says : 0
    ইসলামের পথে থাকলে জনগনকে পাবেন।
    Total Reply(0) Reply
  • Md Sultan ১৬ নভেম্বর, ২০১৯, ১:০৩ এএম says : 0
    এ সম্মান দেওয়ার মালিক আল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mohammed Salim ১৬ নভেম্বর, ২০১৯, ১:০৩ এএম says : 0
    আল্লাহ উনার গুনাহ মাফ করে দাও। জান্নাত দান করিও। আমনি!
    Total Reply(0) Reply
  • Abdul Aziz ১৬ নভেম্বর, ২০১৯, ১:০৩ এএম says : 0
    আল্লাহ যেন ওনাকে জান্নাতুন ফেরদৌস দান করুক।। আমিন
    Total Reply(0) Reply
  • Shishir Salman ১৬ নভেম্বর, ২০১৯, ১:০৩ এএম says : 0
    আল্লাহ ওনাকে বেহেশতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসীব করুক আমিন।
    Total Reply(0) Reply
  • MD Rana Ismail ১৬ নভেম্বর, ২০১৯, ১:০৪ এএম says : 0
    বড় নেতা ওনি ওনার শৃন্যতা পুরণ হওয়ার নয় দেশ ও দল রাজনৈতিক বড় নেতা হারাল
    Total Reply(0) Reply
  • Romel Mahmud ১৬ নভেম্বর, ২০১৯, ১:০৪ এএম says : 0
    বিনম্র স্রদ্ধা আর ভালবাসা একজন মহান আত্মত্যাগি মানুষের জন্যে, একজন মুক্তিযোদ্ধার জন্যে!! যে দেশ আপনারা করে গেছেন স্বাধিন, সেই খানে আজ আমরা সবাই পরাধিন। আল্লাহ উনার আত্মাকে জান্নাতুল ফেরদৌস এ কবুল করে নিন, আমিন।
    Total Reply(0) Reply
  • Md Shakawat ১৬ নভেম্বর, ২০১৯, ১:০৪ এএম says : 0
    মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা প্রিয় নেতার জন্যে তাহাকে যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন , আমিন
    Total Reply(0) Reply
  • Mozammel Hossain ১৬ নভেম্বর, ২০১৯, ১:০৪ এএম says : 0
    মানুষের স্রোত দেখে মনে হচ্ছে সাদেক হোসেন খোকা সাহেব ঢাকা শহরের অনেক বড় নেতা ছিলেন। আল্লাহ উনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ